Skip to main content

নাসির-মিরাজের পর ইনজুরিতে মুশফিক

নিজস্ব প্রতিবেদক : একের পর এক চোটে পড়েই চলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। অলরাউন্ডার নাসির হোসেন ও মেহেদি হাসান মিরাজের পর এবার ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার ফলে খেলতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পরের ম্যাচ। নাসির হোসেনের মতো বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়কও গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে ইনজুরির শিকার হন। মুশফিক নিজ জেলা বগুড়ার মাঠে বিসিএলের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে সেঞ্চুরির আনন্দে খোশ মেজাজে ছিলেন। পরের দিন সকালে গা গরমের ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। পরে জানা যায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। মুশফিকের ইনজুরি অবশ্য নাসিরের মতো অতো বড় নয়। নাসিরের যেমন ছয় মাসের আগে ফেরার সম্ভাবনা নেই। এছাড়া নাসিরকে যেতে হবে শল্যবিদের ছুরির নিচে। মুশফিককে ওই হ্যাপা নিতে হবে না। এদিকে উত্তর অঞ্চলের নিয়মিত অধিনায়ক নাঈম ইসলাম চিকেন পক্সে আক্রান্ত হয়ে তিনিও খেলা থেকে ছিটকে গেছেন।