শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ০১:২৯ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ১শ’ অর্থনৈতিক অঞ্চলের জন্য দক্ষ জনশক্তি তৈরিই বিপিও’র চ্যালেঞ্জ : শিল্পমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও এর অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে দেশের ভেতরে দক্ষ জনশক্তি তৈরি করা। আমাদের নতুন ১শ’টি অর্থনৈতিক অঞ্চলের জন্য যেনো দেশের ভেতরেই যোগ্য কর্মী গড়ে তোলা হয় এ বিষয়টি নিশ্চিত করা জরুরি।

সোমবার রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ শিল্প বিপ্লব : বিজেনেস প্রসেস আউটসোর্সিং এর চ্যালেঞ্চ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন। এই ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও) এর নেতেৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, শিল্পায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। যুগে যুগে এর পরিবর্তন বিবর্তন হয়েছে। এরই ধারাবাহিকতায় বাষ্পীয় ইঞ্চিন থেকে শুরু করে ছাপাখানা, টেলিগ্রাফ মেশিন, বিদ্যুত, টেলিফোন, রেডিও, টেলিভিশনের উৎপাদন হয়েছে।

তিনি বলেন, শিল্পের উন্নয়নের পাশাপাশি এর উৎপাদন ও বিপনন পক্রিয়ায় ইন্টারনেট টেকনোলজি এবং পরিবেশবান্ধব সবুজ জ্বালানি বৃদ্ধি বাড়াতে হবে। ইতিমধ্যে আমরা এলডিসি থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করেছি। আশা করছি শিল্পায়নের মাধ্যমে ২০৪১সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব হবে।

বিপিও সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে বিপিও অন্যতম খাত। এখাতে ৫শ’ বিলিয়ন ডলারের বাজার রয়েছে বলে মনে করা হচ্ছে। এটি বাংলাদেশের উদীয়মান অর্থনীতির জন্য একটি নতুন সম্ভাবনা এনে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান বিপিওখাতে আমাদের আয় প্রবৃদ্ধি বছরে ১শ ভাগেরও বেশি। এটি আরো বাড়বে বলেও আশা করেন তিনি।

দ্যা বস্টন কনসাল্টিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জারিফ মুনিরের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিজি এর অধ্যক্ষ নিতিন চান্দালিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়