Skip to main content

‘এবছর অস্ট্রেলিয়া সফর হচ্ছে না টাইগারদের’

নিজস্ব প্রতিবেদক : গত বছর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। ফিরতি সফরে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় যাওয়ায় কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে বিসিবিকে জানিয়ে দিয়েছে তারা সিরিজটি আপাতত আয়োজন করতে পারছে না। ১৬ এপ্রিল সোমবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘সিরিজটি এ বছর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম। আগামী বছর ওরা শিডিউল জানাবে। ওরা অনেক আগেই জানিয়ে দিয়েছে যে, এখন তারা সিরিজ খেলতে চায় না।’ আগামী জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগাররা। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে অংশ নিবে বাংলাদেশ। এরপরই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। বিপিএলের পরই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের।