শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৮, ০৯:১১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের আঘাত করছে’

কায়েস চৌধুরী: কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী চক্র চতুরতার সাথে পরিচালিত কমলমতি ছাত্র-ছাত্রী ও যুবকদের মাঝে ভ্রান্ত ধারণা সৃষ্টির মাধ্যমে দেশব্যাপী অরাজকতা সৃষ্টি মুলত মহান মুক্তিযোদ্ধাদের চেতনার প্রতি সরাসরি আঘাত করছে ।

সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আহাদ চৌধুরী

সম্মেলনে তিনি বলেন, তথাকথিত কোটা সংস্কারের নামে স্বাধীনতা বিরোধীদের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার দিকে তাকালে আমরা অনুধাবন করতে পারি দেশপ্রেমী মুক্তিযোদ্ধারা এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকতে পারেনা। স্বাধীনতা বিরোধীদের এই হীন চক্রান্তকে প্রতিহত করা এখন ঐতিহাসিকভাবে প্রয়োজন এবং তা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। আজকে কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব, বিভাজন ও কোনো নেতৃত্বের প্রতিযোগিতা নয়। সব মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে এককেন্দ্রীয় ভাবেই এই চক্রান্তকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, তাই আমরা আগামী ২৪ এপ্রিল দুপুর ২টায় শাহবাগ চত্বরে মুক্তিযোদ্ধা মহাসমাবেশের ডাক দিয়েছি। ঐদিন আমরা জাতীয় অস্তিত্ব রক্ষা ও প্রিয় স্বাধীনতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচিও ঘোষণা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়