শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প ‘নীতিগতভাবে’ অযোগ্য প্রেসিডেন্ট : কোমি

আব্দুর রাজ্জাক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নীতিগতভাবে অযোগ্য প্রেসিডেন্ট বললেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ (এফবিআই)’র সাবেক পরিচালক জেমস ব্রিয়েন কোমি । তাকে ইতিহাসের নিকৃষ্টতম এফবিআই পরিচালক বলায় এমন মন্তব্য করলেন সাবেক এ গোয়েন্দা প্রধান। প্রসঙ্গত, গত মে মাসে তাকে পদচ্যুত করেন ট্রাম্প।

রোববার স্থানীয় সময় রাতে স্থানীয় টিভি এবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে কোমি বলেন, ‘ট্রাম্প এমন এক ব্যক্তি যিনি নারীদের মাংসের টুকরোর মত ব্যবহার করেন। মার্কিন জনগণের সাথে অব্যাহতভাবে মিথ্যা বলে যাচ্ছেন তাই তিনি প্রেসিডেন্ট হিসেবে নীতিগতভাবে অযোগ্য।’

ট্রাম্প এক টুইটবার্তায় কোমিকে তার ‘আ হাইয়ার লয়ালটি: সত্য, মিথ্যা ও নেতৃত্ব’ বইয়ে লেখা একটি উক্তি নিয়ে নিকৃষ্টতম এফবিআই পরিচালক হিসেবে অভিশম্পাত করেন। বইতে কোমি লিখেছেন, ট্রাম্পের প্রতি অনুগত হতে গোপনে তাকে চাপপ্রয়োগ করার হয়েছিল বলে। তিনি আরো বলেন, ‘ছিটকে পড়া এ মানুষটি আসলে কোনও কাজই ঠিকমত করতে পারে না। একইসাথে সে একজন অত্যন্ত “আনস্মার্ট” মানুষ। আর তাই সে খুব শীঘ্রই ইতিহাসে নিকৃষ্টতম পরিচালক হিসেবে প্রমাণিত হবে।”

উল্লেখ্য, কোমি এফবিআই এর সাবেক পরিচালক যিনি সংস্থাটির সংস্কারের পর সপ্তম প্রধান ছিলেন। তাকে দেশটির ২০১৬সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে তদন্ত করতে স্পেশাল কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছিল। বর্তমানে তার লেখা বইটি আগামি মঙ্গলবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে যদিও ইতোমধ্যেই তা প্রায় ২লাখ কপি ব্রিক্রি হয়েগেছে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়