শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৮, ০৮:১৯ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ভিক্ষুকের সম্পত্তি দখলে যুবতি কন্যাকে অপহরণের হুমকি

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: ভিক্ষুক বিধবার সম্পত্তি দখলের জন্য একাধিকার হামলার পর এবার তার (বিধবার) যুবতী কন্যাকে অপহরনের হুমকি দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। অব্যাহত হুমকির মুখে বিধবা সেলিনা বেগম (৭০) তার যুবতি কন্যাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এ ঘটনায় থানায় একাধিকবার অভিযোগ দায়ের করেও কোন সুফল পায়নি বিধবা সেলিনা। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের।

সোমবার দুপুরে ওই গ্রামের মৃত আদম আলী বেপারীর স্ত্রী বিধবা সেলিনা বেগম জানান, তার স্বামীর রেখে যাওয়া ২৪ শতক সম্পত্তির ওপর দীর্ঘদিন থেকে বসত ঘর নির্মাণ করে তিনি দুই কন্যাকে নিয়ে বসবাস করে আসছেন। জীবিকার তাগিদে তিনি ভিক্ষা করে সংসার চালাচ্ছেন। সম্প্রতি তার বড় মেয়ে রাজিয়াকে বিয়ে দেয়া হয়। বর্তমানে তার যুবতি কন্যা সালমা আক্তার মালঞ্চকে (১৮) নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছেন। অসহায়ত্বের সুযোগে ওই সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পরে প্রতিবেশী মৃত ফজলুল হক প্যাদার পুত্র প্রভাবশালী সাইদুল প্যাদার। অতি সম্প্রতি জালিয়াতির মাধ্যমে পুরো সম্পত্তির মালিকানা দাবি করে বিধবা ও তার কন্যাকে বসত বাড়ি থেকে উচ্ছেদের জন্য একাধিকার হামলা চালায় সাইদুল ও তার সহযোগীরা।

সম্প্রতি সময়ে হামলাকারীরা বিধবাকে মারধর করে তার দুটি দাঁত ভেঙ্গে দেয়। এছাড়া বিভিন্ন সময় প্রভাবশালী সাইদুল তার সহযোগীদের নিয়ে বিধবার বাড়ির গাছ ও পুকুরের মাছ লুট করে নেয়। এমনকি বিধবার বসত ঘরের সামনে সাইদুল গরু ঘর নির্মাণ করে বসবাসের অযোগ্য করে তুলেছে।

অসহায় বিধবা সেলিনা বেগম আরও জানান, হামলা ও হুমকির ঘটনায় থানায় একাধিকার লিখিত অভিযোগ দায়ের করেও তিনি কোন সুবিচার পাননি। গত কয়েকদিন পূর্বে সাইদুল ও তার সহযোগীরা তাকে (সেলিনা) বসত বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ২২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

এরমধ্যে তারা বাড়িঘর ছেড়ে চলে না গেলে বিধবার যুবতী কন্যাকে অপহরনের হুমকি প্রদান করা হয়। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে বিধবা সেলিনা বেগম তার যুবতী কন্যাকে নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বিধবা সেলিনা বেগম তার স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্ভল ২৪ শতক সম্পত্তি রক্ষা ও যুবতী মেয়েসহ তার জীবনের নিরাপত্তার জন্য স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়