Skip to main content

শিরোপা জিতল পেপ গার্দিওলার দল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা জয় সময়ের ব্যাপার ছিল। লিগের শুরু থেকেই দুর্দান্ত দলটি সবার ধরা ছোঁয়ার বাইরে থেকেই এগিয়েছে। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। রোববার রাতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ০-১ গোলে হেরে গেছে ওয়েস্টব্রমের বিপক্ষে। তাতে পাঁচ ম্যাচ বাকী থাকতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউ আর শীর্ষে থাকা ম্যানসিটির মধ্যে ব্যবধান হয়ে গেছে ১৬ পয়েন্টের। এখান থেকে আর কোনোভাবেই সিটিজেনদের ধরা সম্ভব নয় ইউনাইটেডের। ফলে হোসে মরিনহোর দলের পরাজয়ে শিরোপা নিশ্চিত হয়ে গেছে পেপ গার্দিওলার দলের। শনিবার টটেনহামকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচের পর সমীকরণটা ছিল এরকম- ২২ এপ্রিল সোয়ানসি সিটিকে হারালেই শিরোপা জয় নিশ্চিত হবে সিটির। তবে রোববার রাতে যদি ওয়েস্টব্রমের বিপক্ষে হারে ম্যানচেস্টার ইউনাইটেড তবে শিরোপা নিশ্চিত হয়ে যেতো সিটির। কিন্তু গার্দিওলা নিজেও ভাবেননি ম্যানইউ হেরে যাবে দুর্বল ওয়েস্টব্রমের বিপক্ষে। তাই তো বলেছিলেন, এই ম্যাচের ফলে চোখ না রেখে গলফ খেলবেন নিশ্চিন্ত মনে। শেষ সাত মৌসুমে দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপা জয়ের পথে ৩৩ ম্যাচে মাত্র ২টিতে হেরেছে সিটি। ৩ ড্রয়ের সঙ্গে জয় ২৮ ম্যাচে। ৩৩ ম্যাচে দলটি গোল করেছে ৯৩টি। এদিকে ম্যানচেস্টার সিটির বস গার্দিওলার এটিই প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের সবমিলে এটি ২৪তম ট্রফি। ২০০৮ সালে মনসুর বিন জায়েদ আল নাহিয়ান সিটির মালিকানা নেওয়ার পর ক্লাবটির এটি সপ্তম শিরোপা। এরমধ্যে তিনটি লিগ শিরোপার সঙ্গে আছে- একটি এফ কাপ, দুটি লিগ কাপ ও এফএ কমিউনিটি শিল্ডও।