Skip to main content

পরিবর্তনে সাংস্কৃতিক আন্দোলনে নামা উচিত

যতিন সরকার : আমাদের দেশের সরকারি হাইস্কুল গুলো চলছে খুড়িয়ে খুড়িয়ে। শিক্ষক সংকট দেখা যাচ্ছে অনেক জায়গায়। কোন স্কুলে অঙ্কের শিক্ষক ৬ জন দরকার, আছে ৮ জন। আবার কোন স্কুলে ৫ জন দরকার আছে ৩ জন। এইসব স্কুল থেকে যে সকল ছাত্রছাত্রী পাস করে বের হবে, তাদের অবস্থাটা হবে ঢিলেঢালা। এ বজায় থাকার পিছনে যে কারণ আছে, সেটা হল লুটপাটতন্ত্রী অর্থনীতি, ঘুষ ও দুর্নীতি। কাজেই এ অবস্থার প্রতিকার না করতে পারলে, এ লুটপাটতন্ত্রী অর্থনীতি, ঘুষ ও দুর্নীতির হাত থেকে আমাদের সমাজ ও রাজনীতিকে মুক্ত করতে না পারলে কোন মতেই এ ধরণের অসংগতি দূর হবে না। আমরা সকলেই যদি সমাজের যথার্থ পরিবর্তনের সাংস্কৃতিক আন্দোলনে নামতে পারি, তাহলেই এগুলো বন্ধ হতে পারে। পরিচিতি : শিক্ষাবিদ/মতামত গ্রহণ : এইচ. এম. মেহেদী/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

অন্যান্য সংবাদ