শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৮, ০৪:১০ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা সৌদি বাদশাহর

ওমর শাহ: আরব লীগের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনের জন্য ২০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রোববার সৌদি আরবের ধাহরানে আরব লীগের ২৯ তম শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি এবারের শীর্ষ সম্মেলনকে ফিলিস্তিনিদের সম্মানে ‘জেরুজালেম সম্মেলন’ বলে অভিহিত করেন। খবর: আল আরাবিয়া

শাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন আরব লীগের অন্তর্ভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা। এবারের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন ইস্যু প্রাধান্য পাবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিনি ইসু্যু আমাদের সব সময়ের জন্য সর্বাগ্রে বিবেচিত। তিনি এসময় ফিলিস্তিনকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেয়ায় তীব্র নিন্দা জানান।

বাদশাহ সালমান বলেন, ফিলিস্তিন আরব জনগণের চেতনায় জায়গা করে আছে। পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হওয়া চাই। তিনি ইরানের প্রতি অভিযোগ করে বলেন, ইরান এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এসময় তিনি ইরানের প্রতি জাতিসংঘের অবস্থানও পুনরায় তুলে ধরেন। বাদশাহ সালমান ফিলিস্তিনের ঘোষিত সহায়তার ১৫০ মিলিয়ন ডলার জেরুজালেমের ইসলামি ঐতিহ্য রক্ষায় ও ৫০ মিলিয়ন ফিলিস্তিনের জন্য জাতিসংঘের ত্রাণ সহায়তা তহবিলে দান করবেন। সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়