শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক মুজিবনগর জৌলুস হারাচ্ছে’

জান্নাতুল ফেরদৌসী: ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথগ্রহণ করে বাংলাদেশের প্রথম অস্হায়ী সরকার। আগামীকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। এর আগে ১০ই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের ঘোষণা দেয়া হয়। প্রতিবছরের মতো দিনটিকে ঘিরে থাকছে নানা আয়োজন। ঐতিহাসিক মুজিবনগর দিবসকে কেন্দ্র করে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।  রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক স্থানটি জৌলুস হারাচ্ছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বিষয়টি স্বীকার করে লোকবলের অভাবকে দায়ী করছেন জেলা প্রশাসক।

বৈদ্যনাথতলার নামকরণ হয় মুজিবনগর। ঐতিহাসিক এ স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠে পর্যটন স্পট। যেখানে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের দৃশ্যপট। তবে পর্যটন বান্ধব না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন আগত দর্শনার্থীরা।

দর্শনার্থীদের কয়েকজন জানান, এখানে কোন রেস্টরুম, একটু বিশ্রামের জায়গা কোনটাই নেই। এটি যেন আবার নতুন করে সাজানো হয়।

স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেয়া ১২ জন আনসার সদস্যের মধ্যে এখনো বেঁচে আছেন ৪ জন। ভাস্কর্য নির্মাণসহ নানা দাবি তাদের।

আনসার সদস্যদের একজন বলেন, ৮ জনের ভাস্কর্য হয়েছে আরো ৪ জনের ভাস্কর্য কেন হয় নাই তা জানা নাই। আমরা বৃদ্ধ হয়েছি, কিন্তু আমাদের মাসের ৩ হাজার টাকা দিয়ে ঔষধের খরচই হয় না।

রক্ষণাবেক্ষণের অভাবে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স জৌলুস হারাচ্ছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। বিষয়টি স্বীকার করে লোকবলের অভাবকে দায়ী করছেন জেলা প্রশাসক।

মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, টোটাল যে প্রকল্প তা বানানো হয়নি, যেটুকু কমপ্লিট হয়েছে সেটুকু যদি মেইন্টেন করা হয় তাহলে প্রতি বছর ১৭ এপ্রিল আসলে যে তোড়জোড় শুরু হয় তা থাকবে না।

মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন, এখানে যেন সারাদেশ থেকে মানুষেরা বেড়াতে আসতে পারে সে ব্যবস্থা করতে চাই আমরা। কিন্তু লোকবলের অভাবে আমরা তা করতে পারছি না।

দিনটিকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগরে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার, স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়