শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় ব্যবহৃত অস্ত্র: যুদ্ধ না অস্ত্রের বিজ্ঞাপন

আসিফুজ্জামান পৃথিল: সিরিয়ায় হামলা করার জন্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইসরায়েল ব্যবহার করেছে নিজেদের সেরা যুদ্ধাস্ত্রগুলো। যুদ্ধে ব্যবহারের সাথে সাথে সর্বাধুনিক অস্ত্রগুলোর যুদ্ধকালীন পরীক্ষাও সম্পন্ন হয়েছে! যা যুদ্ধাস্ত্রের বাজারে এই অস্ত্রগুলোর চাহিদা নিসন্দেহে বাড়িয়ে দেবে বলে অস্ত্র বিশেষজ্ঞরা মনে করছেন।

সিরয়িায় হামলার জন্য মূলত ব্যবহার হয়েছে ক্ষেপনাস্ত্র, যুদ্ধবিমান, বোমারু বিমান, সাবমেরিন, ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট। এর মধ্যে কিছু অস্ত্রের পূর্ব যুদ্ধ অভিজ্ঞতা থাকলেও কিছু অস্ত্রের এরকম অভিজ্ঞতা এই প্রথম। যা অস্ত্রের বাজারে এগুলোর চাহিদা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

টমাহক ক্ষেপনাস্ত্র: যুক্তরাষ্ট্রের যেকোন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র হিসেবে ভূমিকা পালন করে থাকে টমাহক ক্রুজ ক্ষেপনাস্ত্র। শনিবারের এই হামলায়ও এই শক্তিশালী ক্ষেপনাস্ত্র ব্যবহার হয়েছে। ১ বছর আগে সিরিয়ায় হামলার সময়েও এ ধরণের ৬০ টি ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছিল মার্কিনিরা। বুস্টার সহ একটি টমাহকের দৈর্ঘ্য ২০ ফুট ৬ ইঞ্চি। এর পাল্লা ১২৫০ থেকে ২৫০০ কিলোমিটার। ১৯৯১ সালে অপারেশন ডেজার্ট স্ট্রম চলাকালে টমাহক প্রথম ব্যবহার হয়। এই ক্ষেপনাস্ত্র ১০০০ পাউন্ড গোলাবারুদ বহন করতে সক্ষম।

বি-১ বম্বার: পেন্টাগন জানিয়েছে, সিরিয়ায় হামলার জন্য যুক্তরাষ্ট্র ২টি বি১বি যুদ্ধবিমান ব্যবহার করেছে। এই যুদ্ধবিমান থেকে জেএএসএসএম ক্রুজ ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে দেশটি। এই ক্ষেপনাস্ত্র ৪৫০ কিলোগ্রাম অস্ত্র বহন করতে সক্ষম। এই বোমারু বিমানগুলি সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকেই সিরিয়ায় হামলা চালিয়েছে।
জলযান: সিরিয়ায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রের একাধিক মিসাইল ক্রজার, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন অংশ নিয়েছে। এছাড়াও অংশ নিয়েছে একটি ফরাসি ফ্রিগেট। ক্রুজারের মধ্যে ছিল ইউএসএস মনটেরে। লোহিত সাগর থেকে জাহাজটি ৩০টি টমাহক ছুঁড়েছে। উত্তর আরব সাগর থেকে ডেস্ট্রয়ার হিগিন্স ছুঁড়েছে ২৩টি টমাহক। এদিকে জন ওয়ার্নার সাবমেরিনটি ভূমধ্যসাগর থেকে ৬টি টমাহক ছুড়েছে। এদিকে ফ্রান্স তাদের নতুন প্রযুক্তির মাল্টিমিশন ফ্রিগেট থেকে ৩টি এমডিসিএন ক্রুজ মিসাইল ছুঁড়েছে।

যুদ্ধবিমান: এই হামলায় যুক্তরাজ্য ব্যবহার কেেরছে নিজেদের ফাইটার বম্বার টর্নেডোকে। একটি টাইফুন ৪টি স্ট্রম শ্যাডো ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম। সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাটি আক্রোতিরি থেকে বিটিশ যুদ্ধবিমানগুলো অংশ নিয়েছে। এই যুদ্ধে একই সাথে অংশ নিয়েছে ফরাসী যুদ্ধবিমার রাফালে। প্রান্সের সর্বাধুনিক এই যুদ্ধবিমানগুলো এই প্রথম কোন যুদ্ধে অংশ নিল। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়