শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৮, ০১:০৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি

 

মাছুম বিল্লাহ: চেয়ারপারসন খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত মঙ্গলবার টেলিভিশন নিউজ এজেন্সিকে (টিভিএনএ) দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

বিএনপি নেতা বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা এবং আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে আমরা আশাবাদী। আমরা রাজনৈতিক অভিজ্ঞতায় যা দেখেছিÑ কোনো রিপ্লেসিভ (প্রতিশোধপরায়ন) সরকার টিকতে পারেনি। কাউকে জেলে রেখে কেউ কিছু করতে পারেনি। আইয়ুব খানকে দেখেছি, ইয়াহিয়া খানকে দেখেছি এবং এদেশে আরো আন্দোলন দেখেছি। সুতারাং আমরা আশাবাদী যে এদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বেগম জিয়াকে মুক্ত করেই আমরা অংশগ্রহণ করব।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতি বিষয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, বিএনপি এখন খুবই সংগঠিত। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। সরকারের নির্যাতনে তারা এখন ইস্পাত কঠিনে পরিণত হয়েছে। হাজার নির্যাতন করে, গুলি চালিয়েও আমাদের নেতাকর্মীদের ঠেকিয়ে রাখা যাবে না। মানুষ যেভাবে আন্দোলন দেখতে চায়, হয়তো সরকারের নির্যাতনের কারণে সেভাবে আমরা করতে পারি না। গুলির সামনে তো দাঁড়ানোর শক্তি অনেকেরই নেই। এরপরও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি।

দলের নেতৃত্ব নিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং দলের নীতি নির্ধারকদের পরামর্শে দল পরিচালিত হচ্ছে।

বিএনপিতে তারেক রহমান ‘বিরোধী’ হিসেবে পরিচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে বলেন, তার সম্পর্কে মিডিয়ায় যতরকম প্রপাগান্ডা চালানো হয়েছে, তার এক সিকিও সত্য না। তিনি একজন ন্যাচরাল লিডার। তিনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। কিন্তু তিনি নিজেকে তৈরি করেছেন। তিনি গ্রামে গ্রামে গেছেন, নানা অনুষ্ঠানে গিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। এই দেশের বিরোধী পক্ষের একটাই ভয়- তারেক রহমান ভয়। এ কারণে তারা স্বপ্নেও তারেক রহমানের বিরোধিতা করে। তিনি এদেশের জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত এবং নেতা হিসেবেই দেশে ফেরত আসবেন। সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী

  • সর্বশেষ
  • জনপ্রিয়