শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, নিহত ৫, আহত ৫০

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ট্রেন লাইনচ্যুতের ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ের প্রধান প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।রোববার ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী মজিবুল হক এ কথা জানান।

সিগন্যাল বিভ্রাটের কারণে গাজীপুরের টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহতের ঘটনা ঘটেছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে।অপরদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন টঙ্গীর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার। আর এঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রেলমন্ত্রী মজিবুল হক  বলেন, নিহতদের পরিবারের সদস্যদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসায় খরচ বহন করা হবে।

টঙ্গীতে কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘণ্টার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেন উদ্ধার কাজের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গীর স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছালে পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঘটনাস্থলেই কাটা পড়ে চারজন মারা যান।আহত হন কমপক্ষে ৫০ জন।’

এ দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ  হয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনে আসা জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ বলেন, ‘জামালপুর থেকে আসা জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। সেটি টঙ্গী স্টেশন পার হওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। কারণ, জামালপুর কমিউটার ট্রেনটি যে লাইনে যাচ্ছিল, ঠিক একই লাইনে আরেকটি ট্রেন ঢাকা থেকে টঙ্গীর দিকে আসছিল। তখন কমিউটার ট্রেনের চালককে লাইন পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হয়। দ্রুত লাইন পরিবর্তন করতে গিয়েই ট্রেনটির পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সিগন্যাল বিভ্রাটের কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই টঙ্গীর স্টেশন মাস্টার পলাতক রয়েছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়