শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট থেকে নিষিদ্ধ স্মিথ এখন ‘ধারাভাষ্যে’

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল বিকৃতি ঘটনায় পুরো ক্রিকেট বিশ্বে বেশ বিতর্কে জড়িয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ। এই ঘটনায় শাস্তি পেয়ে এখন ২২ গজের বাহিরে আরো দুই ক্রিকেটারসহ এই তারকা। বর্তমানে তাদের সামনে অনেক সময়। তাই এই সময়টা কাজে লাগাতে একটি টিভি শো’র সাথে যুক্ত হয়েছেন স্মিথ। এমনকি আগামী গ্রীষ্মে ধারাভাষ্যকার হিসেবেও তাকে যেতে পারে।

বল বিকৃতির ঘটনায় স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শাস্তি হিসেবে স্মিথ-ওয়ার্নার নিষিদ্ধ করা হয়েছেন ১ বছরের জন্য আর ব্যানক্রফটকে ৯ মাসের জন্য।

নিষিদ্ধ হবার কারণে ক্যারিয়ারের সাথে সাথে অর্থনৈতিক ভাবেও নানা ক্ষতির মুখে পড়েছেন এই তিন ক্রিকেটার। হারিয়েছেন বিশ্বের দামি দামি স্পন্সর গুলোও। তাই মূলত টিভি শো’র সাথে যুক্ত হয়েছেন স্মিথ।

কিছুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিভি স্বত্ব ১ বিলিয়ন অস্ট্রেলিয় ডলারের বিনিময়ে নিয়েছে ফক্সটেল। আর এই ফক্স চ্যানালের টিভি শো’তেই থাকবেন স্মিথ।

এই বিষয়ে ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী প্যাট্রিক ডেলানি বলেন,‘বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়ানের মত আমিও কষ্ট পেয়েছিলাম। এই ঘটনায় আমাদের সবারই হৃদয়ের ভেঙে গেছে। তবে স্মিথ এর জন্য খুব অনুতপ্ত ছিল। শাস্তি মাথা পেতে নিয়ে সেই পাপমোচন করেছে সে। অস্ট্রেলিয়ায় মানুষের আমরা ভুল মেনে নেই ও তাদের দ্বিতীয়বার সুযোগ দেই। এই ঘটনার পরে আমরা একসাথে হয়েছিলাম। স্মিথকে অনেক দিন থেকে আমরা জানি। সে অনেক বছর ধরে সবার সুনজরে। এই জন্য তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়