Skip to main content

কে একে ৭ ডিম উগরে দিলো গোখরা! (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : সাপ ডিম খেতে ভালোবাসে। হাঁস-মুরগির ডিম সাপের পেটে গেছে এমন খবর গ্রামাঞ্চলে প্রায়ই শোনা যায়। তবে ডিম গিলে ফেলার পর তা উগরে দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। বিরল এমন এক দৃশ্য এবার দেখা গেছে ভারতের কেরালা রাজ্যে। আর পুরো বিষয়টি ধরা পড়েছে ক্যামেরায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি গোখরা সাপ মুরগির খামারে ঢুকে আটটি ডিম খেয়ে ফেলে। সাপটি উদ্ধার করতে সুজিৎ ভিপি নামের এক সাপুড়েকে ডাকা হয়। উদ্ধার করে সাপটিকে মাটিতে রাখার পর একে একে গিলে ফেলা সাতটি ডিম উগরে দেয়। সুজিৎ জানান, গোখরাটি খাঁচায় ঢুকে প্রথমে একটি মুরগিকে হত্যা করে। এর পর সেটি আটটি ডিম গিলে ফেলে। সাপুড়ে আরও জানান, যখন কোনো সাপ একেঁবেকেঁ চলে, তখন ডিমের মতো কোনো খাবার পেটে বহন করতে কষ্ট হয়। তাই সেটি ডিমগুলো উগরে দেয়। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।