শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:২৯ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণে বাধা

মহিবুল আরিফুন, শিমুল মাহমুদ রাজশাহী: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী বিভাগীয় সমাবেশের জন্য ঐতিহাসিক ভুবন মোহন পার্কে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই পার্কের আশে রাস্তায়, বিভিন্ন ভবনের ছাদে বিএনপির কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রাজশাহী বিভাগীয় আজকের সমাবেশ বানচাল করতে যা যা দরকার সরকার সেটাই করছে অভিযোগ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সমাবেশে অংশগ্রহণ করতে আসা বিএনপির নেতাকর্মীদের ক্ষমতাসীন দলের লোকেরা বাধা দিচ্ছে।

সকালে, রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে সমাবেশ স্থলে রুহুল কুদ্দুস তালুকদার আরও বলেন, বাধা দিলেও বিএনপির আজকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

সে সময়, রাজশাহী মহনগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, জনসমুদ্রে পরিণত হবে বলেই সরকার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ মাদরাসা ময়দানে করার অনুমতি দেয়নি। সকীর্ণ জায়গায় সমাবেশ করলেও নগরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে সমাবেশে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ-জাতীয় নেতৃবৃন্দ।

এদিকে সরেজমিনে দেখা গেছে সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী মহানগরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুনে শহর জুড়ে ছেয়ে গেছে। মাইকিং করে জনগণকে সমাবেশের কথা জানিয়ে দেয়া হচ্ছে।

সমাবেশ উপলক্ষে সকাল ১১টা থেকে বিভাগীয় ছাত্রদল,যুবদল এবং শ্রমিকদলের নেতাকর্মীরা"আমার নেত্রী আমার মা জেলে থাকতে দিবনা" শ্লোগানে মুখরিত করে রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়