শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:১৯ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণখোলায় সাংবাদিক পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের

নইন আবু নাঈম,শরণখোলা: বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক সাংবাদিক পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার মঠেরপাড় গ্রামের বাসিন্দা (অবসর প্রাপ্ত) স্কুল শিক্ষক মোঃ ইয়াকুব আলী আকনের ছেলে শরণখোলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার শরণখোলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান আকনের পরিবার এমন অভিযোগ করেন। উপজেলার ৫ নং মোড়েলাবাদ মৌজার এস,এ- ৮৬০/৩ নং খতিয়ানের, ও ৪১৩৩ নং দাগের ৪০ শতক সম্পত্তিতে বসতবাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছিল ওই পরিবারটি।

উক্ত জমিতে সম্প্রতি সাংবাদিক মনিরুজ্জামান বসত ঘর (বিল্ডিং) নির্মাণের উদ্যোগ নিলে এতে তার প্রতিবেশী সাবেক কাষ্টমস কর্মকর্তা একই গ্রামের বাসিন্দা মো. মকবুল হোসেন বাধাঁ দেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

এক পর্যায়ে মকবুল হোসেন বাদী হয়ে ইয়াকুব আলী আকন (৬৫) তার বড় ছেলে সাংবাদিক মনিরুজ্জামান আকন (৩৮) ও ছোট ছেলে ব্যবসায়ী মিজানুর রহমান আকন (৩৫) এর বিরুদ্ধে গত ০৪ এপ্রিল শরণখোলা থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন, নবী হোসেন, সালাম মাতুব্বর, আজিজ হাওলাদার, শহিদুল তালুকদার, মাসুম আকন সহ অনেকে বলেন, বিবাদমান ওই সম্পত্তি মনিরুজ্জামানের পিতা বহু বছর ধরে ভোগ দখল করে আসছেন। কাষ্টমস কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে হয়রানির উদেশ্যে ওই পরিবারের বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, মামলার বাদী মোঃ মকবুল হোসেন দাবি করেন, উক্ত জমির মালিক তিনি, সাংবাদিক পরিবার নয়। দীর্ঘদিন ধরে মনিরেরা ওই জমি জবরদখল করে রাখায় তা উদ্ধারে তিনি আইনের আশ্রয় নিয়েছেন মাত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়