শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে চিংড়ী ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মংলায় বছরের প্রথম দিনে পহেলা বৈশাখে  চিংড়ী ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা গ্রামে বিলের একটি চিংড়ী ঘের থেকে বস্তা বন্দি হাত-পা বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।


এলাকার ইউপি সদস্য আশিক  জানায়, শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় ভুবন মোহন হালদারের ছেলে দেব রঞ্জন হালদার (৫৫) রাতের খাবার খেয়ে পরিবারের সাথে ঘুমিয়ে পড়ে। মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা গ্রামে একই বাড়িতে বসবাস করে শ্যালক সত্যেন হালদার ও দেব রঞ্জন হালদারের পরিবার। শ্যালক সত্যেন হালদার এবং দেব রঞ্জন হালদার একই খাটে ঘুমানো ছিল। দুর্বৃত্তরা কখন তাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে খুন করা হয়েছে তা কিছুই বলতে পারেনী শ্যালক সত্যেন হালদার।

শনিবার সকাল হলে তার স্ত্রী ও সন্তান তাকে খোঁজা-খুজি শুরু করে না পেয়ে এলাকাবাসীকে জানায়। সকাল ১১টার দিকে দেব রঞ্জর হালদারে বাড়ির পশ্চিম-উত্তর দিকে, এলাকাবাসী বিলের একটি চিংড়ী ঘেরের মধ্যে বস্তা ভাসতে দেখে। সেখানে গিয়ে বস্তার মধ্যে হাত-পা বাঁধা ও তার মধ্যে ইটদিয়ে ডুবানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

মংলা থানার ওসি তদন্ত তুহিন মন্ডল  বলেন, সকালে ঘেরের মধ্যে বস্তা বন্ধি হাত-পা বাধাঁ একটি লাশ পাওয়া গেছে বলে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য সুরাতহাল রিপোর্ট তৈরি করে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়