শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কৃষক তার জমির পাকা ধান রক্ষা করতে পারেনি’

আজহারুল হক, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে এক দরিদ্র কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে নিয়ে গেছে করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। ধান কাটার সময় বাধা দিলে প্রতিপক্ষের মারপিটে নারীসহ ৩ জন আহত হয়েছেন। দুই জনকে গুরুতর আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার পাঁচরুখী কোনাপাড়া গ্রামে।

এ ঘটনায় শনিবার আহত কৃষক নূরুল ইসলামের ছেলে আল মামুন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ৯ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচরুখী গ্রামের নূরুল ইসলাম তার ভোগ দখলকৃত বাড়ি সংলগ্ন ৪০ শতাংশ জমিতে বোরো ধানচাষ করেন।

গত শুক্রবার দুপুরে প্রতিবেশি প্রতিপক্ষের লোকজন ওই জমির পাকা ধান কেটে নিতে থাকে। খবর পেয়ে জমির মালিক নুরুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে ধান কাটতে বাধা দিলে প্রতিপক্ষ খোকন, হযরত আলী, ছালাম ও রশিদের নেতৃত্বে ১৪/১৫ জন তাদের উপর হামলা করে। হামলায় জমি মালিক নূরুল ইসলাম তার স্ত্রী আসমা আক্তার ও ছেলে আল মামুন আহত হয়।

এ ব্যাপারে নান্দাইল মডেল থানার ওসি ইউনুস আলী বলেন, অভিযোগ পেয়েছি। আজ-কালের মধ্যে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়