শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোর্ডিং হামলার ৪র্থ বছরেও উদ্ধার হয়নি নাইজেরিয়ার ১১২ স্কুলছাত্রী

আব্দুর রাজ্জাক: নাইজেরিয়ার চিবুক শহরে একটি স্কুল বোর্ডিং এ হামলার চতুর্থ বছরের উদ্ধার হয়নি অপহৃত ২৭৬ ছাত্রী। দেশটির প্রধান স্বশস্ত্র সংগঠন বোকো হারাম ১৪এপ্রিল’ ২০১৪ সালে তাদের অপহরণ করে। তাদের মধ্যে ১১২ জন এখনো নিখোঁজ রয়েছে যার মাত্র ১৫জন জীবিত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির একজন প্রখ্যাত সংবাদকর্মী আহমাদ সালকিদা।

তিনি বলেন, ওই ছাত্রীদের মুক্তির জন্য তিনি সরকারের পক্ষ থেকে বোকো হারামের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন। কিন্তু তাদেরকে মুক্ত করার কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে। তবে নিখোঁজ ১১২ জনকে মুক্ত করার চেষ্টা চলছে বলে নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকারের এক মুখপাত্র বিবিসি’কে বলেছেন, নিখোঁজ ছাত্রীদের মুক্ত করার জন্য আলোচনা চালানো হচ্ছে। তাদের অনেকেই অনেকেই মারাগেছে বলে প্রচার করা হচ্ছে যার কোন ভিত্তি নেই। সরকারের পক্ষ থেকে অন্তত ৫ বার বোকো হারামের সাথে বন্দি বিনিময়ের চেষ্টা করা হয়েছে যদিও তা বারবার ব্যর্থ হয়েছে।

এদিকে ‘আমাদের মেয়েদের ফিরিয়ে দাও’ আন্দোলনের কর্মীরা জানিয়েছে, তারা তাদের মেয়েদের ফেরত পাওয়ার খবর না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে। তাদের দাবি, সরকার মেয়েদের উদ্ধারে আন্তরিকতাপূর্ণ চেষ্টা চালাচ্ছে না। আল-আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়