শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০১:৪০ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকৃত গোলান মালভূমির আকাশসীমা বন্ধ করেছে ইসরায়েল

আব্দুর রাজ্জাক: সিরিয়ায় পশ্চিমা বিমান হামলা শুরু হওয়ায় জর্ডান নদীর পূর্ব পাশে অধিকৃত গোলান মালভূমির আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। চলতি মাসের শেষ নাগাদ ওই আকাশসীমা বন্ধ থাকবে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বিমান সংস্থাগুলোকে জানিয়েছে, তাদের কোনো ফ্লাইট পাঁচ হাজার ফুট উচ্চতার বেশি উপর দিয়ে চলাচল করতে পারবে না।

এর আগে ইসরায়েল সিরিয়ায় পশ্চিমা বিমান হামলার সমর্থনে এক বিবৃতি দেয়। ওই বিবৃতিতে ইসরায়েল জানায়, গেলো বছর প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে সেটি হবে সীমা লঙ্ঘন। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও যুক্তরাজ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের জবাব দিয়েছে।

ইসরায়েলের ওই বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া হত্যামূলক কর্মকা-ের সঙ্গে জড়িত এবং ইরান তাদের আশ্রয়দাতা। যার ফলে তাদের সীমানা, বাহিনী ও নেতৃত্ব বিপদের মুখে পড়েছে।

এদিকে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সিরিয়ায় হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অবিহিত করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইসরায়েল ছাড়া আর যেসব দেশ সিরিয়ায় বিমান হামলার সমর্থন করেছে সেগুলো হলো- জার্মানি, তুরস্ক, সৌদি আরব, কাতার, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়া। অন্যদিকে রাশিয়া, চীন, ইরান ও সিরিয়া ওই হামলা বিরোধিতা করেছে। এপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়