শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াটার বাসে পুরো হাতিঝিল ৬০ টাকায় ঘুরিয়েছে কর্তৃপক্ষ

তারেক : পহেলা বৈশাখ উপলক্ষে ৬০ টাকায় ওয়াটার বাসে হাতির ঝিল ঘুরে দেখাচ্ছে কর্তৃপক্ষ। হাতির ঝিলের সব কয়টি টিকিট কাউন্টার থেকে এই টিকিট দেওয়া হচ্ছে।

বৈশাখী আনন্দ ভ্রমণ উৎসব প্যাকেজের আওতায় ২০ মিনিটে সম্পূর্ণ হাতির ঝিল একবার ঘুরে দেখাচ্ছে। বিশেষ এই প্যাকেজে জনপ্রতি ৬০ টাকায় দেখার পাশাপাশি দুই সিটের একটি ওয়াটার বোটে হাতির ঝিল দেখার সুযোগ দেওয়া হয়েছে। তবে তার জন্য খরচ করতে হচ্ছে ১৫০ টাকা।

এছাড়া ২৫০ টাকার টিকিটের বিনিময়ে চার সিটের প্যাডেল বোট এবং আট সিটের স্পিডবোটে হাতির ঝিল এক চক্কর ঘুরে দেখানো হচ্ছে।

এ বিষয়ে ওয়াটার বাস পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার আমিনুল হক বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে পুরো হাতির ঝিল ঘুরে দেখানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হাতিরঝিল ঘুরে দেখছেন দর্শনার্থীরা-ছবি-শাকিল আহমেদএই সুযোগ শুধু আজকের জন্য। এতে ব্যাপক সাড়া মিলেছে বলে জানান তিনি।

রাজধানীর মিরপুর থেকে মেয়েকে নিয়ে হাতির ঝিল দেখতে আসা ইকরামুল হক বাংলানিউজকে বলেন, বাসে করে কিংবা হেঁটে বাচ্চকে হাতির ঝিল ঘুরে দেখানো কষ্টকর হতো। কিন্তু ওয়াটার বাসে অল্প সময়ে হাতির ঝিল দেখে ভালোই লাগলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়