শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সিরিয়ার

সাইদুর রহমান : সিরিয়ায় ত্রিজোট তথা যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের নিক্ষেপিত অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। দেশটির বেসামরিক ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও এগুলোর মধ্যে অন্তত ৭১টি ধ্বংস করা হয়েছে।

তবে একটি রাসায়নিক গবেষণাগার ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে সিরিয়া। লোহিত সাগরে মোতায়েনকৃত দুটি মার্কিন যুদ্ধ জাহাজ থেকে সিরিয়ার হোমস প্রদেশে এই হামলা চালানো হয়।

এরআগে শুক্রবার দিবাগত রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ার তিনটি স্থাপনা লক্ষ্য করে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য। রাজধানী দামেস্ক ও হোমস শহরের ওই তিনটি স্থাপনায় আসাদ সরকার রাসায়নিক অস্ত্র উৎপাদন করতো বলে অভিযোগ করে আসছে এসব দেশ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে সিরিয়ার মিত্র রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চালানো এই হামলার জবাব দেওয়া হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার প্রতিহত করার কাজে রুশ বিমান বাহিনী জড়িত ছিল না। এছাড়া সিরিয়ার আল-ডুমাইর সামরিক বিমানবন্দরে ১২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়