শিরোনাম

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে বর্ষবরণের উৎসবে মেতেছে সকলে

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: বাংলা নতুন বছরের প্রথম সকালে বছরকে বরণ করে নিয়েছে মৌলভীবাজারের প্রসাশন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন । পুরানোদিনের দুঃখ, যন্ত্রনা, হতাশা ভুলে গিয়ে কামনা করছে সুখ সমৃদ্ধ একটা নতুন বছর।

শনিবার (১৪ এপ্রিল) ১৪২৫ বাংলা বছরের প্রথম দিন। সারাদেশের মতো মৌলভীবাজারে পহেলা বৈশাখ বরণ করা হচ্ছে নানা বর্ণাঢ্য আয়োজনে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় ছিল রংবেরঙের মুখোশ আর হাতি-ঘোড়া। শোভাযাত্রায় যোগ দেন বিভিন্ন সরকারি-আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ও শিক্ষক-ছাত্রসহ সব শ্রেণি-পেশার মানুষ। অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন এর সঞ্চালায় বৈশাখী শুভেচ্ছা বক্তব্য রাখেন,মৌলভীবাজারও রাজনগর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,জেলা আওয়ামীলীগের সভাপতি মো: নেছার আহম্মদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,যুগ্ন সম্পাদক সৈয়দ নোওশের আলী খোকন,সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল,প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব।

বাংলা নববর্ষের প্রথম প্রহরে ‘মঙ্গল শোভাযাত্রা’ এখন বাঙালি সংস্কৃতির অনিবার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। মানবজীবনে শান্তি প্রতিষ্ঠা ও অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদী এ শোভাযাত্রায় সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সাধারণত ভোর থেকে রাত পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চললেও এবার প্রশাসনের বেঁধে দেয়া সময়ের কারণে সকল অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়