শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ১১:০৯ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছর হোক মিথ্যার বিপরীতে সত্যের জয় : মোশাররফ

শিমুল মাহমুদ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী বছর হোক, এই মিথ্যার বিপরীতে সত্যের বিজয়ের বছর। আগামী বছর স্বৈরাচারী গ্লানি মুছন করে, গণতন্ত্রের বছর, আগামী বছর হোক জনগণেরই বিজয়ের বছর, আগামী বছর হোক বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার বছর।

শনিবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দীয় কার্যালয়ের সামনে জাসস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্টানে তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, আমরা আজকে শপথ নিতে চাই, আগামী বছর হোক বেগম খালেদা জিয়ার নের্তৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার বছর। নতুন বছরের বেগম খালেদা জিয়াকে মুক্ত করে একটি নির্দলীয় সরকারের দাবিতে, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করব। আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের বিজয়ের বছর, বেগম খালেদা জিয়ার বিজয়ের বছর, এ দেশের বিজয়ের বছর হিসেবে দেখতে চাই।

তিনি বলেন, নতুন বছরে আমাদের প্রত্যাশা সেই অন্ধকার থেকে আলোর পথে প্রবেশ করতে চাই। আগামী বছর, বিগত বছরে যে জঞ্জাল গ্লানি সব মুছে দিতে হবে। এজন্য আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে হতে হবে। নির্বাচন নির্বাচনকালীন একটি নির্দলীয় সরকার থাকতে হবে, সংসদ ভেঙ্গে দিয়ে সেনাবাহিনীকে রাখতে হবে।

বিএনপির এ নেতা বলেন, বিগত যে বছর আমরা অতিক্রম করে এসেছি ওই বছর এ জাতির জন্য একটা হতাশা, স্বৈরাচারী শাসন ও দুর্ভাগ্যে বছর। গত বছর বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছে।
যে বছরটি আমরা অতিক্রম করেছি, সেই বছরটি যে সরকার পরিচালনা করেছে, তাদের হাতে গণতন্ত্র হত্যা, মানুষের অধিকার খুন্ন, গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, সেই ভয়াবহ, অন্ধকার বছর আমরা অতিক্রম করে এসেছি।

বর্তমান সরকারের আচরণ, চরিত্র ও কর্মকাণ্ডের কারণে, এই সরকারকে বহির্বিশ্ব থেকে আন্তর্জাতিক স্বৈরাচারীর তকমা নিয়ে আসতে হয়েছে। এটা জাতির জন্য, আমাদের জন্য অত্যন্ত কলঙ্কের। যেখানে আমরা জাতিকে নিয়ে গৌরব করব, সেখানে আমরা তকমা পেলাম স্বৈরাচারী দেশ হিসেবে। সরকার যিনি পরিচালনা করছেন, তিনি স্বৈরাচারিনী। এটা আমাদের জন্য গৌরবের নয়।

অতিক্রম করা বছরটিতে ব্যাংক লুট, রিজার্ভ চুরি, শেয়ারবাজার লুট হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে, সাধারণ মানুষ বিপর্যস্ত জীবন যাপন করছে। সরকার ক্ষমতায় আসার পূর্বে মোটা চাল ১০ টাকা কেজি খাওয়াবে বলেছিল। তাদের আমলেই মোটা চাল ৬০ টাকা কেজি। সকল দ্রব্যমূল্যের কয়েক গুন বৃদ্ধি পেয়েছে।

খন্দকার মোশাররফ বলেন, সরকার আবারও গায়ের জোরে ক্ষমতায় আসার জন্য, আমাদের নেত্রী কে কারাগারে রেখেছে। আমাদের কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এমন কোনো নেতা কর্মী নাই যার বিরুদ্ধে মামলা, হামলা, ও কারাগারে যেতে হয় নাই। এমনি একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা গত বছরটি অতিক্রম করেছি। গত বছরটি ছিল আওয়ামী লীগের পরিচালনায় একটি অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের নাম হচ্ছে আওয়ামী জাহেলিয়াতের যুগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়