শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মন ভাল রাখে সংস্কৃতি চর্চা’

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি চর্চা করলে মন ভাল থাকে। তাই লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা প্রয়োজন বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।

শনিবার সকালে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ সারাদেশে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ ধারাবাহিকতায় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটেও বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি এমন আয়োজনের দরকার রয়েছে। তবে আজকের আয়োজন সত্যিই অসাধারণ হয়েছে। শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি করে উপস্থিতির মন জয় করে নিয়েছে। এটা অতি আনন্দের বিষয়।

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিকা সায়েমা আখতার ও হুমা আফরোজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম জাকির হোসেন ভুঞা, আশোক কুমার বিশ্বাস, যুগ্ম সচিব ড. মো. ওমর ফারুক, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমান, সচিব মো. মাহাবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কবিতা, নাচ, গান পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়