শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশাখিমেলা সুন্দরবন, চন্দ্রমহল ও ষাটগম্বুজে সহ বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকের উপচে পড়া ভিড়

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: আসছে ১৪২৫ বাংলাবর্ষ বাগেরহাটের ৯ উপজেলায় বৈশাখি মেলা ছুটিতে বাগেরহাটে সুন্দরবন, চন্দ্রমহল, ষাটগম্বুজ মসজিদ ও হযরত খানহাজান আলী (রঃ) মাজারে দর্শনার্থী, পর্যটকের উপচে পড়া ভিড় দেখা গেছে।

দেশী-বিদেশী পর্যটকদের ভিড়ে বৈশাখি উৎসবের আমেজ সৃষ্টি হয় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, চন্দ্রমহল, ষাটগম্বুজ ও খানজাহান আলীর মাজার এলাকায়।বাংলাবর্ষ বৈশাখি দিন থেকে এই ৪ট স্পটে প্রায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এছাড়া ৯ উপজেলাও জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পহেলা বৈশাখের দিনে পান্তা উৎসব, আনন্দ শোভাযাত্রার আয়োজন ।

বাংলাবর্ষ বৈশাখি ছুটিতে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে সুন্দরবন। এ সময় হাজার হাজর দেশি-বিদেশি পর্যটকের ভিড় সামলাতে বনরক্ষীদের হিমশিম খেতে হয়। ভ্রমণপিপাসু দর্শনার্থীরা মাতিয়ে তোলেন সুন্দরবন পর্যটন কেন্দ্র করমজলসহ সাগর উপকূল।

সুন্দরবন পূর্ব বিভাগের করমজল পর্যটন কেন্দ্রের কর্মকর্তা জানান, বাংলাবর্ষ বৈশাখি ছুটিতে গত বছরের তুলনায় এবার বেশি পর্যটকের আগমন ঘটে। এখানে হাজার হাজার দেশী-বিদেশী পর্যটক সুন্দরবন ভ্রমনে আসেন। তবে পিতা-মাতার সাথে শিশুদের আগমন বেশি। সুন্দরবনে বেড়াতে আসা দর্শনার্থীদের নিয়ন্ত্রন করতে বনরক্ষীদের হিমশিম খেতে হয় বলে তিনি উল্লেখ করেন।

অপরদিকে ঐতিহাসিক তাজমহলের আদলে বাগেরহাটের প্রত্যন্তগ্রামে প্রায় অর্ধশত একর জায়গার ওপর নির্মিত চন্দ্রমহলেও এ সময়ে মানুষের উপচে পড়া ভীড় ছিল। এ চন্দ্রমহলে তত্ত্বাধায়ক মাহাবুব চাকলাদার জানান, এবার আবহাওয়া ভাল থাকায় চন্দ্রমহলে দর্শনার্থী সর্বস্তরের মানুষের সমাগম ঘটে।

ওয়ার্ল্ড হ্যারিটেজ ষাটগম্বুজ মসজিদ ও হযরত খানজাহান আলী মাজারে এবারের বাংলাবর্ষ বৈশাখি ছুটিতে ব্যাপক পর্যটকের আগমন ঘটে। এ দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশের বহু সংখ্যক মানুষ ভ্রমনে আসেন। মাজারের দীঘিতে মিঠা পানির কুমির ছুয়ে আনন্দ উপভোগ করছেন দর্শানার্থীরা।

ষাটগম্বুজ মসজিদ ও প্রত্নতত্ত্ব বিভাগের যাদুঘরে রাখা বহু বছর আগের পুরাকীর্তির নিদর্শন দেখে অনেকেই অবাক হন। সেখানে পটুয়াখালী থেকে আসা দর্শনার্থী এনামুল কবীর বলেন,‘ চাকুরী করার কারনে ইচ্ছা থাকলেও অনেক কিছু দেখতে পারি না। এবার বাংলাবর্ষ বৈশাখি ছুটিতে এখানে এসে অনেক মজা করলাম। প্রায় ৬শ বছর আগে খানজাহানের পুরাকীর্তির নিদর্শন দেখে খুব ভাল লাগল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়