শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ০৭:১৮ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি নিয়ে খোলামেলা বক্তব্য সাকিবের

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের সময় বিরতিতে ছিলেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। সে সময় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গনসংযোগে দেখা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের এই বড় তারকাকে। তখনই গুঞ্জন রটেছিল সাকিবের রাজনীতিতে প্রবেশ করা নিয়ে। তবে আজ সেই গুঞ্জন থামিয়ে দিলেন সাকিব।

গত সেপ্টেম্বরে রংপুরে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রাশেক রহমানের জন্য দোয়া চাইতে গিয়েছিলেন সাকিব। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ক্রিকেট ‘কথন ও কর্মশালায়’ তিনি রাশেক রহমানের জন্য দোয়া চান। এরপর সাকিবের রাজনীতিতে জড়ানো নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। সে সময় রাজনৈতিক বিভিন্ন নেতাদের আমন্ত্রণে সাড়া দিলেও ক্যারিয়ার শেষে সরাসরি রাজনীতিতে জড়ানোর কথা কখনোই বলেননি সাকিব। আপাতত রাজনীতি নিয়ে কোনো ইচ্ছে নেই বলে বেশ কয়েকবার বলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

আবারও এ নিয়ে প্রশ্ন আসলো সাকিবের সামনে। সেটাও বিদেশের মাটিতে। কলকাতায় গতকাল সাকিবকে জিজ্ঞেস করা হয়েছিল, অবসরের পর কি রাজনীতিতে জড়াবেন? জবাবে সাকিব বলেন, ‘ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আমি বর্তমানেই থাকতে চাই। তবে আমি জোর দিয়ে কিছুই বলছি না। রাজনীতিতে জড়াব কিনা তা এখনও ভাবিনি। তাই এ মুহূর্তে এটা (রাজনীতি) সম্পর্কে বলাটা কঠিন। ক্রিকেট আমার জীবন এবং এখানেই কেবল আমার দৃষ্টি থাকবে।’

ক্যারিয়ার শেষে তারকা ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোটা নতুন কিছু নয়। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান, পাভেজ মোশাররফ ভারতের শচিন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, মন সুর আলী খান পদৌতি, বিনোদ কাম্বলি ও নভজোৎ সিং সিধু; শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, অর্জুন রানাতুঙ্গার মতো তারকারা ক্রিকেটাররা ক্যারিয়ার শেষ করে রাজনীতিতে জড়ান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। অরেঞ্জ আর্মিদের হয়ে শেষ দুই ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছেন সাকিব। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ২ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছেন তিনি। এরপর মুস্তাফিজুর রহমানদের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে বল হাতে ১ উইকেটের সঙ্গে ব্যাট হাতে ১২ রান করেন সাকিব।
তথ্যসূত্র: পিটিআই কলকাতা

  • সর্বশেষ
  • জনপ্রিয়