শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা সীমান্তে গুলিবিদ্ধ ১২২ ফিলিস্তিনি

তানভীর রিজভী: ইসরায়েল সীমান্তে বিক্ষোভে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর শুক্রবার গুলি ছুঁড়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানায়, গুলিবিদ্ধ হয়েছে ১২২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।
এর বিক্ষোভে উপস্থিত ফিলিস্তিনিরা ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দেয়। এরপরই তাদের উপর হামলা চালানো হয়। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আহত বিক্ষোভকারীদের চিকিৎসার জন্য খান ইউনিস সীমান্তের কাছে একটি ভ্রাম্যমাণ ক্লিনিকে আশ্রয় নেয়। সেখানেও তাদের রাহাই হয়নি। ক্লিনিক লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়েছে ইসরায়েলের সৈন্যরা। তাতে আহত হয়েছে অন্তত ১০ চিকিৎসাকর্মী। গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া টানা ছয় সপ্তাগের কর্মসূচিতে এখন পর্যন্ত ৩৪ জন নিহত ও অন্তত দুই হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজের জানায়, আগের দুই সপ্তাহের তুলনায় এদিন বিক্ষোভে উপস্থিত হয়েছে কম সংখ্যক ফিলিস্তিনি। তবে শেষদিকে আরও অনেকে বিক্ষোভে যোগ দিতে পারে বলে জানিয়েছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরাকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, খান ইউনিস সীমান্তে কাছে একটি ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করলে অন্তত ১০ চিকিৎসাকর্মী আহত হয়েছে। তিনি বলেন, সরাসরি আমাদের চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তু বানানো সত্ত্বেও আমরা আমাদের জনগণকে সব পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা দিয়ে যাবো।
সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়