শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ০৭:২১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের লিগে ‘বাংলাদেশের উপহার’ সাবিনা

ডেস্ক রিপোর্ট : লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোরাও এমন। দেখা গেল তিন-চার ম্যাচে দল হয়তো ১০ গোল করেছে, সেখানে তাঁদের গোলসংখ্যা অর্ধেকেরও বেশি। আসলে শুধু মেসি-রোনালদো নন, দুনিয়ার তাবৎ জাত স্ট্রাইকারেরাই এমন। বাংলাদেশের যেমন সাবিনা খাতুন, ইন্ডিয়ান উইমেন্স লিগে তাঁর দলের করা ১১ গোলের ৬টি-ই সাবিনার।

তাই বলে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা? না, সেই ধৃষ্টতা হচ্ছে না। ওটা সাবিনার উত্তুঙ্গ ফর্মের সামান্য উদাহরণ। যে উদাহরণে মজেছে ভারতের মেয়েদের ফুটবল। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বাইরের কোনো ক্লাবে খেলা সাবিনাকে নিয়ে প্রতিবেদন করেছে ‘গোল ডট কম ইন্ডিয়া’। তাঁদের শিরোনাম,‘ভারতের উইমেন্স লিগে বাংলাদেশের উপহার সাবিনা’।
প্রতিবেদনে ২৪ বছর বয়সী এ স্ট্রাইকারের প্রশংসা করা বলা হয়েছে, ‘সাবিনার মধ্যে সিথু (তাঁর দল) গোলমেশিন খুঁজে পেয়েছে’। বাগাড়ম্বর নয়, সত্যি কথা। ভারতে মেয়েদের এই ফুটবল লিগে সাবিনা সিথু এফসির হয়ে গোল করেছেন টানা চার ম্যাচে। এ চার ম্যাচে তাঁর দলও জিতেছে। আবার সেই গ্রুপপর্বের শেষ ম্যাচে সাবিনা গোল পাননি, দলও জেতেনি। তার মানে কী সাবিনা গোল না পেলে সিথু জেতে না?
হয়তো তা নয়। কিন্তু ইন্ডিয়ান উইমেন্স লিগের(আইডব্লিউএল) নতুন নিয়ম যে ভারতে বাংলাদেশি নারী ফুটবলারদের জাত চিনিয়েছে তা অস্বীকারের পথ নেই। তাঁরা দেশের বাইরের ফুটবলারদের খেলার পথ খুলে দেওয়া হয়েছে এ বছর। ম্যাচের দিন সর্বোচ্চ দুজন ‘বিদেশি’ খেলোয়াড় স্কোয়াডে ঠাঁই পাবেন, এর মধ্যে একজন থাকবেন মূল একাদশে।
বিদেশি খেলোয়াড় হিসেবে সাবিনা সিথুর একাদশে থাকার লড়াইয়ে হারিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত টটেনহামের তানভি হ্যানসকে। প্রথম ম্যাচে তানভির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সাবিনা। পরের পাঁচটি ম্যাচেই খেলেছেন একাদশে। আর তাই সিথুর হয়ে তানভির আর মাঠে নামা হচ্ছে না। সতীর্থ থেকে বন্ধু বনে যাওয়া সাবিনার সঙ্গে একাদশে থাকার লড়াইয়ে হেরে তানভিও নাকি ক্লাব ছাড়ছেন।
এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে তানভি নিজেই বলেছেন, ‘ইংল্যান্ডে খেলার যোগ্যতা রাখে সাবিনা।’ যোগ্যতা থাকলেও সাবিনা কখনো সে সুযোগ পাবেন কি না, তা সময়ই বলে দেবে। আপাতত ভারতে মেয়েদের লিগ মাতানোর সঙ্গে টুর্নামেন্টটি সাবিনা নিজেও বেশ উপভোগ করছেন। ‘ভারতীয় ফুটবলের দুর্গা’ খ্যাত অর্জুন পুরস্কারজয়ী দেশটির নারী ফুটবলার ওনিয়ম বেমবেম দেবী তাঁর প্রেরণা, ‘ক্যারিয়ার শুরুর সময় ওনিয়ম বেমবেম দেবীর খেলা দেখেছি। এখন খেলা ছেড়ে কোচিং করছেন। তিনি সত্যিকারের প্রেরণা।’
বাংলাদেশের মেয়ে ভিনদেশের ক্রীড়াঙ্গনে সবার মন জয় করে চলছেন—এ ব্যাপারটা ভীষণ গর্বের। দেশের ফুটবলের বেহাল অবস্থা একদিন সাবিনাদের দিয়েই ঘুচবে—এ আশা তো করাই যায়। সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়