শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর মাহবুবুর রহমান ভূঁইয়া আর নেই

আনোয়ার হোসেন: নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বেসিক ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে মাহবুবুর রহমানের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামীকাল শনিবার সকাল ১০টায় তার নিজ বাড়ি সৈয়দনগরে নামাজে জানাজা হবে। এরপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

মাহবুবুর রহমান ছাত্রজীবন থেকে রাজনীতি করেছেন। তিনি নরসিংদী সরকারি কলেজের ভিপি ছিলেন। পরে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বেসিক ব্যাংকের আগে মাহবুবুর রহমান কৃষি বাংকের পরিচালক ছিলেন।

মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি আজ এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাহবুবুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এছাড়া নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া, নরসিংদী পৌরমেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরমেয়র হাজি মোশারফ হোসেন মানিক ছাড়াও বিভিন্ন শেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়