শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে সরকারি দায়িত্বে আজীবন ‘অযোগ্য’ নওয়াজ : সুপ্রিম কোর্ট

[caption id="attachment_515246" align="alignleft" width="455"] .[/caption]

আব্দুর রাজ্জাক, আসিফুজ্জামান পৃথিল : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরকারি যেকোন দায়িত্বে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে পানামা পেপারসের মামলার রায়ের এক পর্যবেক্ষণে র প্রেক্ষিতে সিদ্ধান্তটি এল। ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ (পিএমএল-এন) থেকে নির্বাচিত সাবেক এ প্রতিনিধিকে পার্লামেন্টেও অযোগ্য ঘোষণা করা হয়েছে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার আদালত সংবিধানে সরকারি কর্মকর্তাদের সৎ ও নীতিবান হওয়ার ধারা-৬২(১)এফ এর অধীনে তার বিরুদ্ধে রায়টি দেয়। যদিও নিম্ন আদালতে পানামা পেপারসের মামলায় তার বিরুদ্ধে আগেই এমন একটি রায় দেয়া হয়েছিল। এখন সুপ্রিম কোর্টের ৫জন বিচারপতির একটি যৌথ বোর্ড সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে অনন্য এ ঘোষণাটি দিল।
দেশটির সর্বোচ্চ আদালতের ৫ সদস্যের বেঞ্চ শুক্রবার এই রুল দিয়েছে।
উল্লেখ্য, গত জুলাইতে ৬৭বছর বয়সি নওয়াজের বিরুদ্ধে পানামা পেপারসে অপ্রদর্শিত আয়ের উৎসের খবর প্রচার হলে আদালত তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে। আদালতের ঘোষণার পরই পদত্যাগ করেন তিনি।

শরীফ বলেছেন পানামা পেপার কেলেঙ্কারিতে জড়িত কোম্পানিটি থেকে তিনি এক টাকাও বেতন নেননি। তবে আদালত বলছে নওয়াজ বেতন নিয়েছেন না নেননি তা গুরুত্বপূর্ণ নয়। ৩ বারের প্রধানমন্ত্রী আর তার তিন সন্তানের বিচার এখনও চলছে। আগামী জুলাইতে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইয়ন নিউজ, আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়