শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেল পাঁচটার মধ্যে ঘরে ফেরার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্ত সাহা : পয়লা বৈশাখে বিকেল পাঁচটার মধ্যে ঘরে ফেরার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শুক্রবার বিকেলে রমনা বটমূল এলাকায় পহেলা বৈশাখের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, পয়লা বৈশাখের রাতেই যেহেতু পবিত্র শবেমেরাজ, সেহেতু বিকেল ৫টার মধ্যেই উন্মুক্ত স্থানে বৈশাখী অনুষ্ঠান শেষ করতে হবে। কারণ সন্ধ্যার পরেই ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষবরণ অনুষ্ঠানস্থল রমনা বটমূল এলাকা পরিদর্শন ও ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট টিমের বিশেষ মহড়া পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ষবরণের উৎসবে যেকোনো ধরনের অঘটন এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ পুলিশের সকল সংস্থা নিয়োজিত থাকবে। রমনা পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা সক্রিয় অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। কোন পরিস্থিতিতে কী করতে হবে, সে জন্যই এ ধরনের নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়েছে। দেশবাসীকে আতঙ্কমুক্ত থেকে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।পয়লা বৈশাখ পালনে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে এবং সতর্ক অবস্থানে আছে। দেশের মানুষ যেন আনন্দঘন পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন করতে পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মঙ্গল শোভাযাত্রা এখন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। সেখানে অনেক বিদেশিও অংশ নিতে পারেন। তাই শুক্রবারের ওই শোভাযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন তার সবই করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়