শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:২৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিটন-আফিফে ড্র করলো পূর্বাঞ্চল

নিজস্ব প্রতিবেদক : ৪১৫ রানের বিশাল লক্ষ্য। তবে চতুর্থ দিনের শেষ দুই সেশনে খেলা বাকি ছিল ৬০ ওভার। রীতিমত অসাধ্যই ছিলো। সে লক্ষ্যে না ছুটে দেখে শুনে ব্যাট করে ড্রয়ের পথে এগিয়ে যায় প্রাইম ব্যাংক পূর্বাঞ্চল। লিটন কুমার দাস ও আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই তা করতে পেরেছে দলটি। তবে দিনের সব আলো কেড়ে নিয়েছেন ইসলামি ব্যাংক দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান তুষার ইমরান। ফার্স্ট ক্লাস ক্রিকেটে যথারীতি রানের ফোয়ারা ছুটিয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন এ ব্যাটসম্যান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ১৪২ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। তবে স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই সৌম্য সরকারকে হারায় দলটি। এরপর চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে জুটি গড়েন তুষার। ফলে বড় স্কোরের পথেই এগিয়ে যায় তারা। শেষ দিকে সোহাগ গাজীর ঘূর্ণিতে পড়লেও ৬৮ ওভার ব্যাটিং করে ৩১১ রানে ইনিংস ঘোষণা করে দলটি।

৪৬ রানে অপরাজিত থাকা তুষার ইমরান এদিন ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন। আগের ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন তিনি। ক্যারিয়ারে এদিনই প্রথম দুই ইনিংসে সেঞ্চুরি করেন এ ব্যাটসম্যান। ১৪৫ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। মিঠুন খেলেন ৬৬ রানের ইনিংস। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৫ রান। পূর্বাঞ্চলের পক্ষে ৮২ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন সোহাগ গাজী। ২টি করে উইকেট নেন আবু জায়েদ রাহী ও মোহাম্মদ আশরাফুল।

লক্ষ্য তারা করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি পূর্বাঞ্চল। দলীয় ১৯ রানেই ওপেনার ইমতিয়াজ হোসেন তান্নাকে হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেটে আফিফ ও লিটনের অবিচ্ছিন্ন ২০৫ রানের জুটিতে শেষ পর্যন্ত ড্র মানতে বাধ্য হয় দুই দল। দুই ব্যাটসম্যানই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১২৯ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১১৩ রান করে অপরাজিত থাকেন লিটন। ফার্স্ট ক্লাস ম্যাচে এটা তার দশম সেঞ্চুরি। আর ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১৩১ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন আফিফ।

সংক্ষিপ্ত স্কোর :

(তৃতীয় দিন শেষে)

ইসলামী ব্যাংক দক্ষিণাঞ্চল
প্রথম ইনিংস : ৪০৩
দ্বিতীয় ইনিংস : ৩১১/৭ ডিঃ (নাফীস ২৪, বিজয় ০, মাহমুদ ৪২, তুষার ১০৩, সৌম্য ৩৫, মিঠুন ৬৬, নুরুল ১০, দেলোয়ার ০, নাঈম ৮*, রাজ্জাক ১৯* ; রাহী ২/৬৩, গাজী ৩/৮২, খালেদ ০/৩১, আশরাফুল ২/৬১, সাইফউদ্দিন ০/৫৩, আফিফ ০/১, কাপালী ০/১৮)।

প্রাইম ব্যাংক পূর্বাঞ্চল
প্রথম ইনিংস : ৩০০
দ্বিতীয় ইনিংস : ২২৪/১ (ইমতিয়াজ ৯, লিটন ১১৩*, আফিফ ১০০*; রাব্বি ১/৩২, নাঈম ০/৮৯, রাজ্জাক ০/৭৪, দেলোয়ার ০/১৬, মাহমুদ ০/১২)

ফলাফল : ড্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়