শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা সংস্কার বাতিলে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের দূরত্ব থেকেই যাবে

রফিক আহমেদ : বাম জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী কোটা সংস্কার বাতিল করায় আন্দোলনকারীদের সঙ্গে সরকারের দূরত্ব থেকেই যাবে। এতে ভবিষ্যতে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এ প্রতিবেদকের কাছে এসব কথা বলেন।

খালেকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আবেগ কন্ঠে কোটা সংস্কার বাতিলের ঘোষণা দিলেন।আন্দোলনকারীদের সঙ্গে বাস্তবে তা কিভাবে মিমাংসা করবেন তা তিনি বলেননি। আমি মনে করি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বসা দরকার। কোটা সংস্কার পদ্ধতির সঙ্গে আরো অনেক কিছু জড়িত রয়েছে। এতে মামলাসহ নানা বিষয় আছে- তা কিভাবে আলোচনায় আসবে ও বিগত দিনে অনাস্থা ও পুলিশের হয়রানির ব্যাপারেও রয়েছে সংশয়।

সাধারণ সম্পাদক বলেন, ভিসির বাড়িতে হামলায় সবাই নিন্দা জানিয়েছে। আন্দোলনের সময় তার বাড়িতে পুলিশ পাহারা দিলো না কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণ এখনো রহস্যজনক। এই বিষয়টি তদন্ত করে ঘটনা উদঘাটন করা দরকার। এ ঘটনা যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়।

তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলাপ আলোচনা করে তা কিভাবে মিমাংসা করা যায় সরকারকে সে ব্যবস্থা করতে হবে। তা না করলে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের দূরত্ব থেকেই যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়