শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলকে পশ্চিমবঙ্গে সংবর্ধনা

এম এ রাশেদ: ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে জয়ের পর ত্রিদেশীয় ম্যাচের শিরোপাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। শিরোপা জয়ী দলটিকে দেশে ফেরার আগে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে সংবর্ধনা দিয়েছে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।

গত ২৯ মার্চ ২০ সদস্যের এই ক্রিকেট দলটি বাংলাদেশ থেকে কলকাতা যায়। প্রথমে ত্রিদেশীয় প্রতিবন্ধী ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে মুম্বাইয়ে গিয়েছিল বাংলাদেশ টিম। সেখানে একটি টি-টোয়েন্টি ম্যাচ হয়। ভারতকে হারিয়ে জয়ী হয় প্রতিবেশী দেশ বাংলাদেশ। এরপর খেলা ছিল উত্তরাখ-ে। সেখানে ভারত-নেপাল-বাংলাদেশের মধ্যে এই ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগিতা হয়। বাকি দুই দেশকে হারিয়ে জয়ী হয় বাংলাদেশের এই দলটি।

বাংলাদেশে ফেরার পথে হাওড়া পৌঁছায় টিম বাংলাদেশ। সেখানেই তাদের সংবর্ধনা দেওয়া হয়। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের ডি আর এম মনু গোয়েল, হাওড়া পৌর এলাকার জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ। ক্রীড়া প্রতিমন্ত্রী পদ্মাপাড়ের ক্রিকেটারদের হাতে এই সংবর্ধনা তুলে দেন। ফুলের মালা ও মিষ্টি খাওয়ানোর মাধ্যমে তাদের অভিনন্দন জানান তারা। এই অভ্যর্থনায় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল খুব খুশি। কলকাতা থেকে বিমানেই দেশে ফিরবে বাংলাদেশের ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়