শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় ব্যবসায়ী হত্যার প্রায় ২বছর পর ঘাতক আটক

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ব্যবসায়ী আব্দুল মজিদ ওরফে ছাদ (৬৫) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে জুমন ওরফে জুম্মন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার সিআইডি মৌলভীবাজার জেলার উপ পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আব্দুল মজিদ সাথে নগদ টাকা রাখতেন। টাকার জন্য আব্দুল মজিদকে হত্যা করা হতে পারে। জুমন টাকা পাওয়ার কথা বলেছে। সে আরও যেসব তথ্য দিয়েছে আমরা তা যাচাইবাছাই করে দেখছি
গত ৯ এপ্রিল ঘটনার প্রায় ২০ মাস পর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার খিদিরপুর থেকে জুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি পুলিশ।

জুমন মোহনগঞ্জ উপজেলার খিদিরপুরের আবুল কাশেমের ছেলে। জুমনের বাড়ি নেত্রকোনা হলেও পরিবারের সাথে বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকাতেই তিনি বসবাস করতেন।

সিআইডি, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মজিদের বাড়ি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের উত্তর চান্দগ্রাম-বাদেকিদুর গ্রামে। চান্দগ্রাম বাজারে আব্দুল মজিদের মুদি দোকান ছিল।

২০১৬ সালের ১৪ জুলাই রাতে আব্দুল মজিদ চান্দগ্রাম বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হলেও বাড়ি যাননি। পরদিন ১৫ জুলাই তার পরিবারের পক্ষ থেকে বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে ১৮ জুলাই রাতে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ উত্তর চান্দগ্রামের একটি বাড়ির বাঁশঝাড়ের নিচ থেকে আব্দুল মজিদের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের দুদিন পর ২০১৬ সালের ২০ জুলাই আব্দুল মজিদের ছেলে ইমাম হোসেন বড়লেখা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়