শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধাদের দাবি সরকার নিশ্চয় দেখবে: হাছান মাহমুদ

অাবুল বাশার নূরু: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রধানমন্ত্রী বাতিলের কথা বলার পর মুক্তিযোদ্ধাদের দাবি সরকার নিশ্চয় দেখবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার (১৩ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হাছান বলেন, “মুক্তিযোদ্ধারা সরকারকে যে আহ্বান জানাচ্ছে, এই আহ্বান নিশ্চয় সরকারের বিভিন্ন জায়গায় পৌছেছে। এটা সরকার নিশ্চয়ই দেখবে।”

কোটা বিরোধী আন্দোলন চলাকালে মধ্যরাতে ঢাবি উপাচার্যের ভবনে হামলার ঘটনা ও তারেক রহমানের ফোনালাপ একই সুত্রে গাথা বলেও দাবি করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

তিনি বলেন, “বিএনপি আন্দোলনে বার বার ব্যর্থ হয়ে পরগাছা দলে পরিণত হয়েছে। তেলগ্যাস আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করে নিজেদের বেঁচে থাকার চেষ্টা করেছিলেন। এখন আবার কোটা বিরোধী আন্দোলনকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্ট করেছে বিএনপি।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলার ঘটনা আর তারেক রহমানের ফোনালাপ একই সুত্রে গাঁথা। তারেক রহমানের টেলিফোন ও আন্দোলন নিয়ে নির্দেশনা ভিসির বাড়িতে হামলার সাথে সংযুক্ত।”

সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভানেত্রীর বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান বলেন, “কোন প্রকার তদন্ত ছাড়া একজন ছাত্রীকে মৌখিক ভাবে বহিস্কারের ঘটনা মৌলিক অধিকার পরিপন্থি। কোন তদন্তই করা হয় নি। এটা কোন ভাবেই ঠিক হয়নি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ কমিটির সদস্য আশরাফ সিদ্দিকী বীটু, দপ্তর উপ কমিটির সদস্য খন্দকার তারেক রায়হান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়