শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০৬:৫৩ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আসিফা হত্যার প্রতিবাদ করুন: সানিয়া মির্জা

ওমর শাহ: জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে কাশ্মীরের আট বছরের শিশু কন্যা আসিফাকে নির্মম হত্যা ও ধর্ষণের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন। খবর: নিউ ইয়র্ক টাইমস

টুইটে সানিয়া মির্জা বলেন, ‘কোন পরিচয়ে আমরা আজ দেশকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। যদি আমরা এ আটবছরের শিশু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দাঁড়াতে না পারি তাহলে বিশ্বে আমরা কোনো কিছুর জন্যই দাঁড়াতে পারবো না। মানবতার পাশেও না।’

সানিয়া মির্জার এ টুইটে একজন কমেন্টস করেন, ‘আপনি কোন দেশের কথা বলছেন? আমি জানি আপনি একজন পাকিস্তানিকে বিয়ে করেছেন? আপনি ইন্ডিয়ান নন। আপনি যদি তাকে নিয়ে টুইট করেন তাহলে পাক সন্ত্রাসীদের হামলায় সীমান্তে নিহত নিরাপরাধ মানুষদের জন্যও টুইট করুন।’

প্রতিউত্তরে সানিয়া মির্জা বলেন, ‘যেকোনো মানুষই যে কাউকে বিয়ের অধিকার রাখে। দ্বিতীয়ত তুমি আমাকে জিজ্ঞাসা করতে পার না আমি কোন দেশের কথা বলছি। আমি ভারতের জন্য খেলি। আমি একজন ভারতীয় এবং সর্বদা তাই থাকবো।’

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে একদল হিন্দু দ্বারা তিনদিন ব্যাপী গণধর্ষণ ও নির্মম হত্যার শিকার হন কাশ্মীরের সংখ্যালঘু শাখা বাখেরয়াল সম্প্রদায়ের মেয়ে আসিফা। জানুয়ারির ১৭ তারিখে তার বোন তার ভয়ঙ্কর বিকৃত মৃতদেহ আবিষ্কার করা হয়। পুলিশের দাবী তাকে তিনদিন ধরে ‘সিডেটিভ’ জাতীয় মাদক দিয়ে তিনদিন ধরে ধর্ষণ করা হয়। এই সময়ে তাকে ভিন্ন ভিন্ন ব্যক্তি পর্যায়ক্রমে নির্মমভাবে ধর্ষণ করে। শেষবার ধর্ষণ শেষে নিস্পাপ বালিকার মাথা দুবার ভারী পাথরের আঘাতে গুঁড়িয়ে দেয় তারা।

আসিফার মৃত্যুর পরে ধর্ষকদের বিচারের দাবীতে উত্তাল ওঠে কাঠুয়া এবং আশেপাশের অঞ্চলের মানুষ। তাদের দাবী পুলিশ বিচার প্রক্রিয়ার দেরী করে আসল অপরাধীদের অনেককেই গা ঢাকা দিতে সহয়তা করেছে। পুলিশের বিশেষ বিভাগের দুজন কর্মকর্তাও এই ধর্ষণে অংশ নেয়। সূত্র: ডেইলি সিয়াসাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়