শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএসের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাইবার হামলা

তানভীর রিজভী: জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস) এর বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সরকারি গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ- এর পরিচালক এ হামলার কথা জানান বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি।

গোয়েন্দা সংস্থা এমআইফাইভ এর সাবেক কর্মকর্তা জেরেমি ফ্লেমিং বিবিসিকে জানান, এ অভিযানের ফলে আইএস এর হামলা পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষমতা বাধাগ্রস্ত হওয়া ছাড়াও প্রচার-প্রপাগান্ডা লোপ পেয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য এই প্রথম ইন্টারনেটে কোনো শত্রুর কার্যক্রম ভেস্তে দেওয়ার তৎপরতা চালালো।

আরও জানান, এই অভিযানগুলোর ফল সুদূরপ্রসারী। ২০১৭ সালে ইন্টারনেটে আইএস এর বিদ্বেষ ছড়ানো, তাদের সাধারণ চ্যানেলগুলো ব্যবহার করে বার্তা ছড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবে সাইবার অভিযানের বিষয়টি ‘অত্যন্ত সংবেদনশীল’ হওয়ায় এটি নিয়ে বিশদ আলোচনা করা যায় না। কিন্তু, হামলায় জঙ্গি গোষ্ঠীটির অনলাইন কার্যক্রম ব্যাহত করা গেছে। এমনকি তাদের যন্ত্রপাতি ও নেটওয়ার্কও নষ্ট করা সম্ভব হয়েছে।

আইএস এর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি উল্লেখ করে ফ্লেমিং বলেন, “গোষ্ঠীটি এখনও যুক্তরাজ্যে নতুন হামলা চালানোয় উৎসাহ যোগানোর চেষ্টা করছে এবং তারা সরকারের নিয়ন্ত্রণহীন নতুন নতুন জায়গায় তাদের কার্যক্রম চালানোর পথ খুঁজছে।”

সম্মেলনে ফ্লেমিং রাশিয়ারও সমালোচনা করে বলেন তাদের সাইবার-তৎপরতা মেনে নেওয়া যায় না।
দেশটি যুক্তরাজ্য ও এর মিত্রদের জন্য ক্রমেই বড় ধরনের হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: বিবিসি, ডেইলি মেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়