শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভালোবাসা ও কষ্ট উভয়ই প্রকাশ পাবে’

নিজস্ব প্রতিবেদক : এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মিলন। বেশকিছু অডিও গানের পাশাপাশি মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসার নামে’।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, হাতির ঝিল ও তেজগাঁওয়ের বিভিন্ন মনোরক লোকেশনে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। নিজের লেখা গল্পে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আসাদুজ্জামান আসাদ।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে মিলন বলেন, ‘আমার আগের মিউজিক ভিডিওগুলো থেকে এটির প্রতি প্রত্যাশা বেশি। এই গানের গল্পটাও দারুণ। ভালোবাসা ও কষ্ট দুটি বিষয়ই গানটির মধ্যে তুলে ধরা হয়েছে। একটা মেয়ে নিজের স্বার্থেও জন্য কিভাবে কলিগের সাথে ভালোবাসার অভিনয় করেন সেটাই এই মিউজিক্যাল ফিল্মটির মূল বিষয়। পরিচালক আসাদুজ্জামান আসাদ ভাই দারুণ ভাবে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন। আশা করছি, মিউজিক্যাল ফিল্মটি দর্শকদের খুব ভালো লাগবে।

ভিডিওটি প্রসঙ্গে নির্মাতা আসাদ বলেন, মিলন এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী। তার গানের মধ্যে একটা আলাদা মাদকতা আছে। ‘ভালোবাসার নামে’ গানটি বেশ চমৎকার। গানটি শুনে বেশ ভালো লেগেছে, তাই মিউজিক্যাল ফিল্মটি নির্মাানের প্রস্তাবে রাজি হয়েছি। এর ভিডিওতে মডেল হিসেবে মিলনের সাথে রয়েছে জন ও রাবী আলেয়া। তারা তিনজনই খুব আন্তরিকতা দিয়ে কাজটি করেছে। আমি চেষ্ঠা করেছি নিজের সর্বোচ্চোটা দিয়ে মিউজিক ভিডিওটি নির্মানের। আশা করছি এটি দর্শকদের ভালো লাগবে। আর বিশেষ ধন্যবাদ দিতে চাই স্টুডিও ক্লিকবাজকে, তারা কাজটি করতে দারুন সহযোগিতা করেছেন।

স্নেহাশীষ ঘোষ এর লেখায় গানটির সুর করেছেন মিলন নিজেই। আর এটির সঙ্গীত আয়োজন করেছেন এমএমপি রনি। ঈগল মিউজিকের প্রযোজনায় তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়