শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০৪:১৯ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়ের জন্য সাকিবদের সামনে ১৪৮ রানের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক : আইপিএলের সপ্তম ম্যাচে আজ হায়দরাবাদের রাজীব গান্ধী মাঠে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাইয়ের হয়ে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান এবং হায়দরাবাদের হয়ে নেমেছেন সাকিব আল হাসান। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে।

মুম্বাইয়ের ইনিংসে খুব বেশি রান কেউ করেননি। এভিন লুইস ১৭ বলে ২৯, সূর্য কুমার যাদব ৩১ বলে ২৮, পোলার্ড ২৩ বলে ২৮ রান করেন। হায়দরাবাদের হয়ে বল হাতে সফল ছিলেন রশিদ খান। ৪ ওভার বোলিং করে ১৩ রানে ২ টি উইকেট নিয়েছেন। সন্দ্বীপ শর্মা ২৫ রানে ২টি এবং সিদ্ধার্থ কৌল ২৯ রানে ২টি উইকেট নেন। সাকিব এদিন ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

জয়ের জন্য সাকিবদের দরকার ১৪৮ রান। এর আগে আসরের প্রথম ম্যাচে হায়দরাবাদ জয় পেলেও হেরেছিল মুম্বাই। আজকের ম্যাচে জিতে জয়ের ধারা বজায় রাখতে চাইবে কেন উইলিয়ামসনের দল। অন্যদিকে হায়দরাবাদকে হারিয়ে জয় পেতে চাইবে রোহিত শর্মার দল।

হায়দরাবাদ একাদশ: ঋদ্ধিমান সাহা, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডে, দ্বিপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, রশিদ খান, বিলি স্টানলেক, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।

মুম্বাই একাদশ: এভিন লুইস, রোহিত শর্মা, ইশান কিষান, সুরিয়া কুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, কিরন পোলার্ড, বেন কাটিং, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান, মারকান্দে, সাংওয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়