শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইতি তোমারই ঢাকা’ স্বল্পদৈর্ঘ্যের মহরত

আবু সুফিয়ান রতন: বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্বল্পদৈর্ঘ্যে, দীর্ঘ যাত্রা’ এই স্লোগানকে নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম দেশের ১১ জন তরুণ নির্মাতাকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’ নামক একটি বাংলাদেশি অমনিবাস চলচ্চিত্র প্রজেক্ট।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় চ্যানেল আই ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম অমনিবাস (একসঙ্গে ১১ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) এর শুভ মহরত। এগুলো নির্মিত হবে ঢাকা শহরের গল্প নিয়ে।

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা ও সংগঠক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ইবনে হাসান খান, তৌকীর আহমেদ, নির্মাতা মোস্তফা সরায়ার ফারুকী, গিয়াস উদ্দিন সেলিম। এই প্রকল্পটির ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে ছিলেন নির্মাতা আবু শাহেদ ইমন।

আরো উপস্থিত ছিলেন অমনিবাস চলচ্চিত্রের একঝাঁক নির্মাতা। গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর। তারা উপস্থিত থাকলেও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন উপস্থিত ছিলেন না।

এসময় ফরিদুর রেজা সাগর বলেন, এই ছবিগুলো আন্তর্জাতিকভাবে নির্মাণ করা হচ্ছে। যা বাংলাদেশের ছবিকে দেশের বাইরে ভালো ছবি হিসেবে পরিচিত করাবে। নতুনদের দিয়ে আমাদের চলচ্চিত্রে সমৃদ্ধি আসবে এই প্রত্যাশা থাকলো।

বাংলাদেশে এমন উদ্যোগটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আবু শাহেদ ইমন বলেন, গত চার মাস ধরে আমরা এই কাজটির জন্য ওয়াকশর্প করেছি। নিজেদের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে। সবকিছু নিয়ে আমাদের মধ্যে একটা সামগ্রিক সমন্বয় ছিল। তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই স্বল্পদৈর্ঘে্যস্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা প্রকল্পটি। যা ঢাকা শহরকে নিয়ে ১১ নির্মাতাকে নিয়ে প্রকাশ করতে যাচ্ছি। এটিও পরবর্তীতে দেশে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সহ বিশ্বের দর্শকদের জন্য এটা আমাদের জন্য চিরকুট। আমি বিশ্বাস করি, বাংলাদেশের প্রকল্পের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে থাকবে। কেননা এতগুলো তরুণ নির্মাতা একসঙ্গে আসার ঘটনা বিরল।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ভবিষ্যৎ তরুণদের হাতে। তারুণ্যের জয় হোক। আশা করছি সফল একটি প্রকল্প আমরা দেখতে পাবো। সবার জন্য শুভ কামনা।

অনুষ্ঠানে নির্মাতা তৌকীর আহমেদ বলেন, চলচ্চিত্র নির্মাতারা অন্য জগতের মানুষ। দেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু আমি মনে করি আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার। এই দায়িত্ব নিতে হবে ফিল্ম মেকারদের। কিন্তু আমাদের ফিল্ম মেকারদের সংখ্যা কম। নতুনরা আরো বেশি ফিল্ম মেকিংয়ের আসুক। ইমপ্রেস আমাদের যে সুযোগ দিচ্ছে আমাদের কাজে লাগানো উচিত। শুভ কামনা থাকলো।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, যে এগারজন তরুণ ছবি বানাবে তারা যেন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের দর্শকদের কাছে ছবি উপহার দেন, তাই প্রত্যাশা করছি। আমার ধারনা তারা পারবেন।

এমন অসাধারণ প্রজেক্টির সাথে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই, চ্যানেল আই অনলাইন, হ্যাভস মিডিয়া, হ্যাভস আইপজিটিভ, রেডিও ভূমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়