শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধীদের বিরুদ্ধে ‘টিট ফর ট্যাট’ অনশনে মোদী

নূর মাজিদঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের বিপক্ষে প্রতিবাদ জানাতে এবার ‘টিট ফর ট্যাট’ ধাঁচের অনশন করেন। নির্বাচনের আগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে বিজেপি’র ক্রমবর্ধমান উত্তেজনা ও বাকযুদ্ধের প্রেক্ষিতে বৃহস্পতিবার মোদি এই অনশন করেন।

ইতোপূর্বে, সোমবার মোদীর বাৎসরিক অনশন দিবসকে উপহাস করতে পাল্টা ৫ ঘণ্টা উপবাসের ঘোষণা দিয়েছিলো ভারতীয় কংগ্রেস। কিন্তু, আলোচিত ঐ অনশনের আগেই সামাজিক গণমাধ্যমে ভুঁড়ি-ভোজনে ব্যস্ত কংগ্রেসের একাধিক সিনিয়র নেতাদের ছবি ফাঁস হয়ে যায়। ছবিতে দেখা যায় অনশনের মাত্র কিছু সময় পূর্বে তারা লুচি আর মটরডালের তরকারি আয়েশ করে খাচ্ছেন। টুইটারে এই বিষয়ে ভারতীয় জনতা কংগ্রেসকে বিদ্রুপ করে অনেক টুইট করেন।

উল্লেখ্য, বছরের একটি দিনকে আত্মিক শুদ্ধির জন্য প্রয়োজনীয় ঘোষণা করে ২০১২ সাল থেকে এই অনশন কর্মসূচী পালন করে আসছেন মোদী । এদিন হাজারো নরেন্দ্র মোদীর সমর্থক ও ভক্ত তার সঙ্গে এই অনশন কর্মসূচিতে অংশ নেন। মোদীর ইমেজকে চ্যালেঞ্জ করতেই সোমবার কংগ্রেস ঐ প্রতীকী অনশনের আয়োজন করে যা পরবর্তীতে নিজেই একটি উপহাসে পরিণত হয়। বিজেপি তাদের দলীয় বিবৃতিতেও একে উপহাস বলেই উল্লেখ করে।

তাই এবার বিরোধীদের জব্দ করতে তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বেশ জোরেশোরেই অনশন কর্মসূচী পালন করেন মোদী, ঠিক যেন প্রতিশোধমূলক ‘টিট ফর ট্যাট’ অনশন। ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়