শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:৪৫ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎসব মুখর পরিবেশে কেসিসি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেন। এ কারণে দিনভর মহানগরীর বয়রাস্থ জেলা ও আঞ্চলিক নির্বাচন কার্যালয় লোকে লোকারণ্য ছিল।

এদিকে, কেসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিসহ ৫টি রাজনৈতিক দলের ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সঙ্গে সাধারণ এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে দাখিল করেছেন আরও ২৩৭জন প্রার্থী।

কেসিসি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার মেয়র পদে ৫জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৮৯জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪৮ মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫-১৬ এপ্রিল যাচাই-বাছাই, প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল এবং ২৪ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়