শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিল্ক রোডের মাধ্যমে ঋণ রপ্তানি করছে চীন আইএফএম চীফ

নূর মাজিদ: যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)এর প্রধান ক্রিশ্চিয়ান লা গার্দে বৃহস্পতিবার চীনের সিল্ক রোড প্রকল্পের বিরুদ্ধে ঋণ রপ্তানির অভিযোগ করেছেন। এসময় তিনি চীনের উচ্চাভিলাসি সিল্ক রোড প্রকল্পের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীন এই প্রকল্পের মাধ্যমে বিদেশী রাষ্ট্রগুলোকে ঋণের জালে ফাঁসানোর পাঁয়তারা করছে।

বৃহস্পতিবার তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত এক অর্থনৈতিক ফোরামে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় সেখানে বিদেশী কূটনীতিকসহ চীনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

লা গার্ডে বলেন, চীন এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ জুড়ে যে ‘ওয়ান বেল্ড ওয়ান রোড’ ইনিশিয়েটিভ প্রকল্প হাতে নিয়েছে তার অবকাঠামো নির্মাণের জন্য বিপুল অংকের বিনিয়োগ প্রয়োজন যা চীন ঋণ হিসেবে এই প্রকল্পে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোকে দিচ্ছে। তবে এই বাড়তি অঙ্কের বিনিয়োগ দিচ্ছে চীনা সরকার আর বাস্তবায়ন করছে চীনা কোম্পানিগুলো। ভবিষ্যতে এই সমস্ত ঋণের আওতা আরো বৃদ্ধি পাবে। ফলে চীন এবং ঋণ সহায়তা গ্রহণকারী দেশ উভয়েই বিপদে পড়বে।

চীনা ঋণ নিচ্ছে এমন অনেক দেশই উন্নয়নশীল দেশের কাতারে পড়ে, যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যথেষ্ট অভাব রয়েছে। এই ঋণের অর্থ নিয়ে দুর্নীতি হলে দেশগুলির জনগণ বঞ্চিত হবে বলেই মনে করেন আইএমএফ প্রধান। এক্সপ্রেস ট্রিবিঊন

  • সর্বশেষ
  • জনপ্রিয়