শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকো সীমান্তে প্রহরা জোরদারে শর্তসাপেক্ষে যোগ দেবে ক্যালিফোর্নিয়া

নূর মাজিদ: শর্ত সাপেক্ষে মেক্সিকো সীমান্তে ৪০০ ন্যাশনাল গার্ড সদস্য পাঠাবে ক্যালিফোর্নিয়া। তবে, এই সমস্ত প্রাদেশিক সেনা পাঠানোর উদ্দেশ্য যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো নীতির সমর্থন নয় সেই বিষয়ে পরিস্কার জানিয়ে দিয়েছেন রাজ্যটির গভর্নর জেরি ব্রাউন।

বুধবার গভর্নর জেরি ব্রাউন ইতোপূর্বে হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে আসা ন্যাশনাল গার্ড দিয়ে সাহায্য করার আবেদনে গ্রহণ করার ঘোষণা দিয়ে একথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের রাজ্যের ন্যাশনাল গার্ড সেখানে কোন নতুন দেয়াল নির্মাণে সহায়তা করতে যাচ্ছেন না, তারা সেখানে নির্যাতন ও সন্ত্রাসের হাত উন্নত জীবনের আশায় পালিয়ে আসা নারী ও শিশুদের আটক করবেন না। সেখানে শুধু তারা আন্ত:সীমান্ত অপরাধ দমনেই নিয়োজিত থাকবেন। ‘আমরা ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তÍ নিয়েছি তার মানে এই নয় যে আমরা ওয়াশিংটনের সকল নীতিকে সমর্থন করি’ বলেন ব্রাউন।

ওয়াশিংটনের ট্রাম্প প্রশাসনের সঙ্গে নৈতিকভাবে বিপরীত অবস্থানে থাকা ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদেরা অবৈধ অভিবাসীদের ব্যাপারে অনেক শিথিল ও উদার মনোভাব পোষণ করেন। ইতোপূর্বে, অনেকেই মনে করেছিলেন যে ক্যালিফোর্নিয়া মেক্সিকো সীমান্তে ন্যাশনাল গার্ড মোতায়েন নাও করতে পারে।

তবে সে আশঙ্কাকে মিথ্যা প্রমাণিত করে ক্যালিফোর্নিয়া শর্ত সাপেক্ষে কেন্দ্রীয় সংস্থা হোমল্যান্ড সিকিউরিটির আহ্বানে সাড়া দিয়ে সীমান্তে ৪০০ সেনা মোতায়েনের ঘোষণা দিলো। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়