শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর ৪ বছর পর লাশ দাফনের নির্দেশ

মোস্তাফিজার রহমান বাবলু ও মদিনাতুল জান্নাত রুহি,রংপুর: মৃত্যুর ৪ বছর পর দাফনের নির্দেশ পেল নিপা রানীর মরদেহ।

হোসনে আরা’র ইসলাম ধর্ম গ্রহনের আগের নাম ছিল নিপা রানী। আদালতের নিষেধাজ্ঞায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল নিপার লাশ। হাইকোর্টে নির্দেশ দিয়েছে নিপা রানীর মরদেহ দাফনের জন্য।

বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয় । জানা যায়, প্রেম করে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছিলেন নিপা রানী। তবে নিপার পরিবার মামলা করে নিপার স্বামী লাইজুর বিরুদ্ধে। অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে লাইজু অপহরণ করেছেন বলে অভিযোগ করে নিপার পরিবার।

মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় লাইজুকে। আর নিপাকে যেতে হয় নিরাপত্তা হেফাজতে।এক সময় নিপাকে বাড়ি ফিরিয়ে নেয় তার পরিবার। লাইজুও কারাগার থেকে ছাড়া পান। এরপর দুইজনই বিষ খেয়ে আত্মহত্যা করেন।

মৃত্যুর পর নিপা রানীকে ইসলাম ধর্ম মতে দাফন করা হবে, নাকি হিন্দু রীতি অনুযায়ী দাহ হবে- এই বিষয়ে মামলা হয় আদালতে। মামলা নিষ্পত্তি না হওয়ায় ২০১৪ সালের ১০ মার্চ থেকে নিপার মরদেহটি হাসপাতালের মর্গেই পড়ে ছিল। পরে নিম্ন আদালত হয়ে উচ্চ আদালতে আসে মামলাটি।

বৃহস্পতিবার আদালত বিষয়টির নিষ্পত্তি করেন। আদেশে বলা হয়েছে, রায়ের কপি পাওয়ার পর তিন দিনের মধ্যে জেলা প্রশাসক-ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দাফন কাজ সম্পন্ন করবে। আদেশে এও বলা হয়েছে, দাফনের আগে হোসনে আরার ওরফে নিপা রানীর লাশ তার বাবার পরিবারকে দেখার সুযোগ দিতে হবে।

আদালতে মেয়ের বাবার পক্ষে শুনানি করেন আইনজীবী সমীর মজুমদার। আর ছেলের বাবার পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম বদরুদ্দোজা। উল্লেখ্য, বহুল আলোচিত ঘটনাটি ঘটেছিল নীলফারী জেলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়