শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫০ কোটি রুপির জন্য ধোনির মামলা

স্পোর্টস ডেস্ক: বিক্রম ইনভেস্টমেন্ট কোম্পানির বিরুদ্ধে গত মার্চে ৮ কোটি রুপি মেরে দেয়ার অভিযোগ এনেছিলেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। মামলাও করেছিলেন তিনি। এবার ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১৫০ কোটি রুপি না দেয়ার অভিযোগ উঠেছে আম্রপালি নামে একটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে। ধোনি ওই কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ১৫০ কোটি রুপি ফেরত পাওয়ার জন্য মামলা করেছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পাওয়া ধোনি।
ধোনি ৬ থেকে ৭ বছর আম্রপ‍ালি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। কিন্তু গ্রুপটির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ ওঠায় ২০১৬ সালে সেখান থেকে পদত্যাগ করেন তিনি। শুধু ধোনিই নয়, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসহ আরো কয়েকজন ক্রিকেটারের সাথে কোম্পানিটির মার্কেটিং চুক্তি ছিল। এদিকে রিতি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর অরুণ পান্ডে বলেছেন, ধোনি, ভুবনেশ্বর কুমার, লোকেশ রাহুল ও ডু প্লেসি টাকা ফেরত পেতে দিল্লি হাইকোর্টে আ¤্রপালির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানিয়েছেন, রিয়েল এস্টেট কোম্পানিটি ২০০ কোটি রুপি ঋণে পড়ে বন্ধ হয়ে যায়।
কোম্পানিটি তাদের বহু প্রজেক্ট অসমাপ্ত রাখায় গ্রাহকদের তোপের মুখে পড়ে। তোপের মুখে পড়েন ধোনিও। অনলাইনে এ নিয়ে ট্রলের শিকার হন ধোনি। এরপরই ২০১৬ সালে তিনি কোম্পানিটির অ্যাম্বাসেডর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে, ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের নদিয়ায় তাদের ড্রিম প্রজেক্টে ভিলা উপহার দেয়ার ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। কিন্তু সে কথাও রাখেনি তারা।
সূত্র: ক্রিকেট কান্ট্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়