শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ১০:৪২ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সার বিদায়ে খুশি আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক: রোমার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই ছিটকে গেছে বার্সা। তবে বার্সার এমন দিনে খুশি আর্জেন্টিনা। কারণ, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারবেন লিওনেল মেসি।

বার্সার বিদায় নিয়ে আর্জেন্টাইন পত্রিকা ওলেতে কলামিস্ট এনরিকে গ্যাস্তেনেগা লেখেন, ‘ বার্সার হার আর্জেন্টিনা কোচের উদযাপন করা উচিত। শুনতে স্বার্থপরের মত শোনা গেলেও জাতীয় দলের ভালোর জন্যই মেসি বার্সেলোনার পক্ষে যত কম খেলে ততই ভালো। এতে তার চোটের ঝুঁকি কমবে। ফলে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে তার বাধা থাকবে না।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার হয়ে ইতালি ও স্পেনের বিপক্ষে মাঠে ছিলেন না মেসি। হ্যামস্ট্রিং চোটে খেলতে পারেননি ওই ম্যাচ দুটিতে। অবশ্য সামান্য ঝুঁকি নিতে প্রস্তুতও ছিল না আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রীতি ম্যাচ শেষ করে বার্সেলোনায় যোগ দিয়ে প্রথম ম্যাচেই বদলি হয়ে মাঠে নেমে পড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচেই মাঠে ছিলেন এই তারকা। প্রথম ম্যাচে ঘরের মাঠে জিতলেও ফিরতি পর্বে ৩-০ গোলের হারে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা।

লা লিগ, কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ৩ হাজার ৯৬৫ মিনিটের বেশি মাঠে ছিলেন মেসি। এখনো প্রায় ৮টি ম্যাচ খেলতে হবে মেসিকে। আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ছিটকে না পড়লে সেটা আরও ৩ ম্যাচ বাড়ত। তাই মেসিদের এভাবে বাদ পড়ায় খুশি আর্জেন্টিনার সাংবাদিকেরা।

এদিকে শুধু বার্সার বিদায়ই না সিটির বিদায়েও খুশি তারা। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হচ্ছে ১৩ মে। এরপরও বিশ্রাম মিলছে আগুয়েরো আর নিকোলাস ওটামেন্ডির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়